Saturday, August 9, 2014

যে বয়সী নারীর যেমন পুরুষ পছন্দ

বয়সের সাথে সাথে মানুষের রুচির পরিবর্তন ঘটে তাই কোন বয়সে নারীরা কেমন পুরুষ সঙ্গী পছন্দ করে তার একটি জরিপ প্রকাশিত হয়েছে

যুক্তরাজ্যের নারীদের ওপর সম্প্রতি বিষয়ে একটা জরিপ পরিচালনা করেছে দেশটির একটি ম্যাচমেকিং ওয়েবসাইট। নারীরা কোন বয়সে সঙ্গী হিসেবে কেমন পুরুষ পছন্দ করেন, তা জানা যাচ্ছে ওই জরিপে। এক প্রতিবেদনে জরিপের ফল এবং বিষয়ে বিশেষজ্ঞদের মতামত তুলে ধরেছে টাইমস অব ইন্ডিয়া।

১৮ থেকে ২৪ : বয়সীরা মাত্রই কৈশোর পেরিয়ে তারুণ্যে প্রবেশ করেন। সাধারণত শারীরিকভাবে আকর্ষণীয় পুরুষদের বেশি পছন্দ করেন এরা। আর এমন কাউকেই খুঁজে নেন যাকে অন্যদের সামনে সঙ্গী হিসেবে উপস্থাপনে স্বাচ্ছন্দ্য বোধ করবেন এবং বন্ধুদের কাছেও যিনি গ্রহণযোগ্য হবেন। অর্থাৎ নিজের চাহিদার সঙ্গে সঙ্গে বন্ধুদের পছন্দকেও মূল্যায়ন করেন বয়সী নারীরা।

২৫ থেকে ৩৪ : চব্বিশের কোঠা পেরোনোরা একটু দীর্ঘমেয়াদি সম্পর্ক প্রত্যাশা করেন। সেজন্যে তারা বয়সে তরুণ, উচ্চাভিলাষী, উচ্ছল এবং আকর্ষণীয় কাউকে সঙ্গী হিসেবে বেছে নিতে চান। এই বয়সের নারীরা দৈহিক সম্পর্কের বিষয়টিকেও যথেষ্টই গুরুত্ব দিয়ে বিবেচনা করেন। এখন অনেক নারীই এই বয়সে স্বাবলম্বী হয়ে যান বলে নিজেই পছন্দের মানুষের দৃষ্টি আকর্ষণে সক্রিয় থাকেন।

৩৫ থেকে ৪৪ : বয়সে এসে কেউ কেউ ভাবতেই পারেন, জীবনের অর্ধেকটা সময় পার করা হয়ে গেছে। তাই যেসব পুরুষ প্রতিষ্ঠিত, স্থিতিশীল, সফল এবং অভিজ্ঞ তাদেরই পছন্দ করেন ৩৫ থেকে ৪৪ বছর বয়সী নারীরা। তাই বয়সী নারীর মন পেতে হলে আবেগের সঙ্গে থাকতে হবে ব্যক্তিগত সামাজিক প্রতিষ্ঠাও।

৪৫ থেকে ৫৪ : বয়সে নারীর দৈহিক পরিবর্তনের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। বয়সে এসে নারী আর ঋতুবতী থাকেন না বলে তাদের দেহের পাশাপাশি মনেও অনেক পরিবর্তন আসে। এই সময়ের নারীরা অনেক বেশি আত্মবিশ্বাসী এবং অভিজ্ঞ। সময়ে মানসিকভাবে প্রবল আকর্ষণ না থাকলে কেউ নতুন সঙ্গীর খোঁজে ঝুঁকি নিতে চাইবেন না। কারণ সামাজিক ভাবমূর্তি নিরাপত্তার বিষয়টি তাদের অনেক বেশিই গুরুত্বপূর্ণ।

৫৫ বছরের ওপরে : জীবনের দুঃখ-কষ্ট কিংবা হাসি-আনন্দের কথা ভাগাভাগি করে নেওয়া যায় এমন কাউকেই বেছে নেন এরা। ক্ষেত্রে বুদ্ধিমান ব্যক্তিত্ববান কাউকেই সঙ্গী হিসেবে বেছে নিতে চান তারা। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ৫৫ বছর পার করেও এরা জীবনের সর্বোচ্চ ধাপে দাঁড়াতে চান।
বয়সের সাথে সাথে মানুষের রুচির পরিবর্তন ঘটে। তাই কোন বয়সে নারীরা কেমন পুরুষ সঙ্গী পছন্দ করে তার একটি জরিপ প্রকাশিত হয়েছে।

যুক্তরাজ্যের নারীদের ওপর সম্প্রতি এ বিষয়ে একটা জরিপ পরিচালনা করেছে দেশটির একটি ম্যাচমেকিং ওয়েবসাইট। নারীরা কোন বয়সে সঙ্গী হিসেবে কেমন পুরুষ পছন্দ করেন, তা জানা যাচ্ছে ওই জরিপে। এক প্রতিবেদনে জরিপের ফল এবং এ বিষয়ে বিশেষজ্ঞদের মতামত তুলে ধরেছে টাইমস অব ইন্ডিয়া।

১৮ থেকে ২৪ : এ বয়সীরা মাত্রই কৈশোর পেরিয়ে তারুণ্যে প্রবেশ করেন। সাধারণত শারীরিকভাবে আকর্ষণীয় পুরুষদের বেশি পছন্দ করেন এরা। আর এমন কাউকেই খুঁজে নেন যাকে অন্যদের সামনে সঙ্গী হিসেবে উপস্থাপনে স্বাচ্ছন্দ্য বোধ করবেন এবং বন্ধুদের কাছেও যিনি গ্রহণযোগ্য হবেন। অর্থাৎ নিজের চাহিদার সঙ্গে সঙ্গে বন্ধুদের পছন্দকেও মূল্যায়ন করেন এ বয়সী নারীরা।

২৫ থেকে ৩৪ : চব্বিশের কোঠা পেরোনোরা একটু দীর্ঘমেয়াদি সম্পর্ক প্রত্যাশা করেন। সেজন্যে তারা বয়সে তরুণ, উচ্চাভিলাষী, উচ্ছল এবং আকর্ষণীয় কাউকে সঙ্গী হিসেবে বেছে নিতে চান। এই বয়সের নারীরা দৈহিক সম্পর্কের বিষয়টিকেও যথেষ্টই গুরুত্ব দিয়ে বিবেচনা করেন। এখন অনেক নারীই এই বয়সে স্বাবলম্বী হয়ে যান বলে নিজেই পছন্দের মানুষের দৃষ্টি আকর্ষণে সক্রিয় থাকেন।

৩৫ থেকে ৪৪ : এ বয়সে এসে কেউ কেউ ভাবতেই পারেন, জীবনের অর্ধেকটা সময় পার করা হয়ে গেছে। তাই যেসব পুরুষ প্রতিষ্ঠিত, স্থিতিশীল, সফল এবং অভিজ্ঞ তাদেরই পছন্দ করেন ৩৫ থেকে ৪৪ বছর বয়সী নারীরা। তাই এ বয়সী নারীর মন পেতে হলে আবেগের সঙ্গে থাকতে হবে ব্যক্তিগত ও সামাজিক প্রতিষ্ঠাও।

৪৫ থেকে ৫৪ : এ বয়সে নারীর দৈহিক পরিবর্তনের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। এ বয়সে এসে নারী আর ঋতুবতী থাকেন না বলে তাদের দেহের পাশাপাশি মনেও অনেক পরিবর্তন আসে। এই সময়ের নারীরা অনেক বেশি আত্মবিশ্বাসী এবং অভিজ্ঞ। এ সময়ে মানসিকভাবে প্রবল আকর্ষণ না থাকলে কেউ নতুন সঙ্গীর খোঁজে ঝুঁকি নিতে চাইবেন না। কারণ সামাজিক ভাবমূর্তি ও নিরাপত্তার বিষয়টি তাদের অনেক বেশিই গুরুত্বপূর্ণ।

৫৫ বছরের ওপরে : জীবনের দুঃখ-কষ্ট কিংবা হাসি-আনন্দের কথা ভাগাভাগি করে নেওয়া যায় এমন কাউকেই বেছে নেন এরা। এ ক্ষেত্রে বুদ্ধিমান ও ব্যক্তিত্ববান কাউকেই সঙ্গী হিসেবে বেছে নিতে চান তারা। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ৫৫ বছর পার করেও এরা জীবনের সর্বোচ্চ ধাপে দাঁড়াতে চান। - See more at: http://www.mtnews24.com/details.php?id=20710&page=8#sthash.A3tl5j2q.dpuf

No comments:

Post a Comment

Thanks