ঘুম অথবা গভীর রাতের পার্টির জন্যই রাত ১২টা থেকে ৪টা সময়টা বিখ্যাত। কিন্তু এছাড়া আরও কিছু ঘটে থাকে এইসময়।
সমীক্ষা বলছে, এই সময়ের মধ্যেই ঘটে থাকে সবথেকে বেশি আত্মহননের ঘটনা। দিন বা সন্ধ্যার থেকে এই সময় অনেক বেশি প্রিয় আত্মহননকারীদের।
ফিলডেলফিয়ার পেনসিলভ্যানিয়া ইউনিভার্সিটির অ্যাসোসিয়েট প্রফেসর মাইকেল পেরলিস জানালেন, "এই সমীক্ষা থেকে বোঝা যায় কেন নিদ্রাহীনতার(ইনসমনিয়া) মতো অসুখ নিয়ে চিন্তিত মনোবিদরা। শুধুমাত্র নিদ্রাহীনতা বা দুঃস্বপ্ন নয়, আত্মহত্যা প্রবণ মানুষরা বেশিরভাগই রাতে জেগে থাকতে স্বচ্ছন্দ হন।"
সমীক্ষায় দেখা গেছে মধ্যরাতের পর আত্মহত্যার হার থাকে ঘণ্টায় ১০.২৭ শতাংশ। রাত ২টো থেকে ২:৫৯ পর্যন্ত আত্মহত্যার হার থাকে ঘণ্টায় ১৬.২৭ শতাংশ। যেখানে দেখা গেছে সকাল ৬টা থেকে রাত ১১:৫৯ পর্যন্ত আত্মহত্যার হার থাকে ঘণ্টায় ২.১৩ শতাংশ।
মধ্যরাতের পর থেকে ভোর ৫:৫৯-র মধ্যে আত্মহত্যার হার ৩.৬ শতাংশ বৃদ্ধি পায়। মোট ৩৫,৩৩২টি আত্মহত্যার ঘটনা নিয়ে পরীক্ষা চালানো হয়। স্লিপ জার্নালে প্রকাশিত হয়েছিল এই সমীক্ষা।
সমীক্ষা বলছে, এই সময়ের মধ্যেই ঘটে থাকে সবথেকে বেশি আত্মহননের ঘটনা। দিন বা সন্ধ্যার থেকে এই সময় অনেক বেশি প্রিয় আত্মহননকারীদের।
ফিলডেলফিয়ার পেনসিলভ্যানিয়া ইউনিভার্সিটির অ্যাসোসিয়েট প্রফেসর মাইকেল পেরলিস জানালেন, "এই সমীক্ষা থেকে বোঝা যায় কেন নিদ্রাহীনতার(ইনসমনিয়া) মতো অসুখ নিয়ে চিন্তিত মনোবিদরা। শুধুমাত্র নিদ্রাহীনতা বা দুঃস্বপ্ন নয়, আত্মহত্যা প্রবণ মানুষরা বেশিরভাগই রাতে জেগে থাকতে স্বচ্ছন্দ হন।"
সমীক্ষায় দেখা গেছে মধ্যরাতের পর আত্মহত্যার হার থাকে ঘণ্টায় ১০.২৭ শতাংশ। রাত ২টো থেকে ২:৫৯ পর্যন্ত আত্মহত্যার হার থাকে ঘণ্টায় ১৬.২৭ শতাংশ। যেখানে দেখা গেছে সকাল ৬টা থেকে রাত ১১:৫৯ পর্যন্ত আত্মহত্যার হার থাকে ঘণ্টায় ২.১৩ শতাংশ।
মধ্যরাতের পর থেকে ভোর ৫:৫৯-র মধ্যে আত্মহত্যার হার ৩.৬ শতাংশ বৃদ্ধি পায়। মোট ৩৫,৩৩২টি আত্মহত্যার ঘটনা নিয়ে পরীক্ষা চালানো হয়। স্লিপ জার্নালে প্রকাশিত হয়েছিল এই সমীক্ষা।
No comments:
Post a Comment
Thanks