যৌন
সমস্যা
নিয়ে
বেশিরভাগ ক্ষেত্রেই দেখা
যায়
লজ্জার
ভয়ে
আমরা
অন্যকারো সাথে
আমরা
আলোচনা
করি
না। প্রত্যেকেই মনে
করি
এ
সমস্যা
আর
কারো
হয়
না। অনেক
সময়
দেখা
যায়
একমাত্র এই
সমস্যার কারনে
সংসারে
কলহ
সৃষ্টি
হয়।
এক
গবেষণায় দেখা
গেছে,
পুরুষত্বের সমস্যা
নিয়ে
ডাক্তারের কাছে
যেতে
কুন্ঠিত বোধ
করেন
অনেকে।
তাই
আসুন
জেনে
নেয়া
যাক
যৌন
অক্ষমতার প্রথম
ধাপের
চিকিৎসায় আমাদের
দৈনন্দিন জীবনে
ব্যবহার্য উপাদান
গুলো
কি
কি
উপকারে
আসে।
১.
প্রতিদিন ২
থেকে
৩
টি
রসুনের
কোয়া
কাঁচা
অবস্থায় চিবিয়ে
খান।
এতে
আপনার
যৌন
ইচ্ছা
কমে
গিয়ে
থাকলে
তা
বৃদ্ধি
পাবে
। এ ছাড়া
গমের
তৈরি
রুটির
সঙ্গে
রসুন
মিশিয়ে
খেলে
তা
আপনার
শরীরে
স্পার্ম উত্পাদনের মাত্রা
বাড়ায়
এবং
সুস্থ
স্পার্ম তৈরিতে
এটি
সাহায্য করে।
২.
পেঁয়াজ
কাম-উত্তেজক ও কামনা বৃদ্ধিকারী হিসাবে
পেঁয়াজ
বহুদিন
থেকেই
ব্যবহৃত হয়ে
আসছে।
সাদা
পেঁয়াজ
পিষে
নিয়ে
তাকে
মাখনের
মধ্যে
ভালো
করে
ভেঁজে
নিয়ে
তা
প্রতিদিন মধুর
সঙ্গে
খেলে
তা
থেকে
উপকার
পাওয়া
যায়।
কিন্তু
একটি
বিষয়
মনে
রাখবেন,
এটি
খাওয়ার
আগে
ঘণ্টা
দুয়েক
সময়
আপনার
পেট
খালি
রাখবেন। এইভাবে
প্রতিদিন খেলে
স্খলন,
শীঘ্রপতন বা
ঘুমের
মধ্যে
ধাতুপতন ইত্যাদি সমস্যার সমাধান
হওয়া
সম্ভব।
৩.
১৫০
গ্রাম
গাজর
কুঁচি
এক
টেবিল
চামচ
মধু
এবং
হাফ-সেদ্ধ ডিমের সঙ্গে
মিশিয়ে
দুমাস
খেলে
আপনার
শারীরিক এই
অক্ষমতা কম
দূর
হবে।
৪.
পালং
শাকে
আছে
প্রচুর
পরিমাণ
ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়াম শরীরে
রক্ত
চলাচল
বৃদ্ধি
করে।
জাপানের গবেষকদের মতে
শরীরে
রক্ত
চলাচল
বাড়লে
যৌন
উদ্দীপনাও বাড়ে।
পালং
শাক
ও
অন্যান্য বিভিন্ন রকম
শাক,
ব্রকলি,
লেটুস,
ফুলকপি,
বাঁধাকপি এগুলোতে রয়েছে
ফলেট,
ভিটামিন বি
সহ
অন্যান্য অ্যান্টিঅক্সিডেন্ট। এগুলো
সুস্থ
যৌন
জীবনের
জন্য
অত্যন্ত প্রয়োজনীয় কিছু
উপাদান।
৫.
প্রতিদিন দুধ-চিনি ছাড়া চা
পান
করলে
শরীরে
প্রচুর
অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া
যায়।
চা
ব্রেইন
কে
সচল
করে,
রক্ত
চলাচল
বাড়ায় ও
স্মৃতিশক্তি বাড়াতে সহায়তা করে।
প্রতিদিন অন্তত
দিন
থেকে
৫
কাপ
পর্যন্ত চিনি
ছাড়া
সবুজ
চা
বা
রঙ
চা
খেলে
যৌন
স্বাস্থ্য ভালো
থাকে
এবং
শরীরের
ওজন
কিছুটা
হলেও
কমে
যায়।
৬.
যৌন
স্বাস্থ্য ভালো
রাখতে
চাইলে
প্রতিদিন খাবার
তালিকায় রঙিন
ফলমূল
রাখুন।
আঙ্গুর,
কমলা
লেবু,
তরমুজ,
পিচ
ইত্যাদি ফল
যৌন
ক্ষমতা
বৃদ্ধির জন্য
অত্যন্ত উপকারী। ইউনিভার্সিটি অফ
টেক্সাসের মেডিকেল টিমের
গবেষণা
অনুযায়ী একজন
পুরুষের প্রতিদিনের খাবার
তালিকায় অন্তত
২০০
মিলিগ্রাম ভিটামিন সি
থাকলে
তার
স্পার্মের কোয়ালিটি উন্নত
হয়।
আবার
টেক্সাসের A&M ইউনিভার্সিটির মতে
তরমুজ
শরীরে
যৌন
উদ্দীপনা বৃদ্ধি
করে।
তারা
যৌন
উদ্দীপক ওষুধ
ভায়াগ্রার সাথে
তরমুজের তুলনা
করেছেন।
৭.
ডিম
সেদ্ধ
হোক
কিংবা
ভাজি,
সব
ভাবেই
ডিম
যৌন
স্বাস্থ্যের জন্য
অত্যন্ত উপকারী
একটি
খাবার।
ডিমে
প্রচুর
পরিমাণে ভিটামিন বি-৫ ও বি-৬ আছে যা
শরীরের
হরমোনের কার্যক্রম ঠিক
রাখে
এবং
মানসিক
চাপ
কমাতে
সাহায্য করে।
প্রতিদিনের সকালের
নাস্তায় একটি
করে
ডিম
রাখুন।
এতে
আপনার
শরীর
শক্তি
পাবে
এবং
যৌন
ক্ষমতা
বৃদ্ধি
পাবে।
৮.
কুমড়োর বীজ,
সূর্যমূখীর বীজ,
চিনা
বাদাম,
কাজু
বাদাম,
পেস্তা
বাদাম
ইত্যাদিতে শরীরের
জন্য
প্রয়োজনীয় মনোস্যাচুরেটেড ফ্যাট
আছে
এবং
এগুলো
শরীরে
উপকারী
কোলেস্টেরল তৈরী
করে।
সেক্স
হরমোন
গুলো
ঠিক
মতো
কাজ
করার
জন্য
এই
কোলেস্টেরল অত্যন্ত প্রয়োজনীয়। তাই
প্রতিদিন অল্প
করে
হলেও
এসব
খাবার
খাওয়ার
চেষ্টা
করুন।
এতে
আপনার
যৌন
স্বাস্থ্য ভালো
থাকবে।
৯.
তৈলাক্ত মাছে
রয়েছে
ওমেগা
৩
ফ্যাটি
এসিড
যা
সুস্থ
যৌন
জীবনের
জন্য
অত্যন্ত উপকারী। সামুদ্রিক মাছেও
প্রচুর
পরিমাণে ওমেগা
৩
ফ্যাটি
এসিড
থাকে।
ওমেগা
৩
ফ্যাটি
এসিড
DHA O EPA শরীরে
ডোপামিন বাড়িয়ে দেয়
এবং
মস্তিষ্কে উদ্দীপনা জাগিয়ে তোলে।
তৈলাক্ত ও
সামুদ্রিক মাছ
খেলে
শরীরের
রক্ত
চলাচল
বৃদ্ধি
পায়
এবং
গ্রোথ
হরমোনের নিঃসরন
হয়।
ফলে
যৌন
স্বাস্থ্য ভালো
থাকে
এবং
যৌন
ক্ষমতা
বৃদ্ধি
পায়।
১০.
ডার্ক
চকোলেটে আছে
ফেনিলেথ্যালামাইন নামক
একটি
উপাদান
যা
শরীরে
বাড়তি
যৌন
উদ্দীপনা তৈরী
করে।
গবেষণায় জানা
গেছে
যে
ডার্ক
চকোলেট
খেলে
সঙ্গীর
প্রতি
আকর্ষণবোধও বেড়ে
যায়।
এছাড়াও ডার্ক
চকোলেটে প্রচুর
পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে।
তাই
প্রতিদিন শতকরা
৭০
ভাগ
কোকোযুক্ত ডার্ক
চকোলেটের ২
ইঞ্চির
একটি
টুকরো
খেয়ে
নিন।
মাত্র
১০০
ক্যালরী আছে
এই
আকৃতির
একটি
টুকরোতে যা
আপনার
যৌন
স্বাস্থ্যের জন্য
অত্যন্ত উপকারী।
যৌন
সমস্যার সমাধানে আরো
কিছু
টিপস
: দাম্পত্য জীবনে
দুজনই
রাগ
নিয়ন্ত্রণ করুন।
নিজেদের দুর্বলতাগুলো জানুন।
সঙ্গী/সঙ্গীনির প্রতি নমনীয় থাকুন।
হাজারো
ব্যস্ততার মধ্যে
পরস্পরকে সময়
দিন।
একে
অপরের
দোষ-গুণগুলোকে মানিয়ে নিয়ে, পরস্পরকে শ্রদ্ধা করে
ভালবাসার বাঁধনে
বাধুন।
তাহলেই
দেখবেন
সুখ
ধরাছোঁয়ার বাইরের
কিছু
না,
সুখের
ঠিকানা
আপনার
হাতের
মুঠোয়
চলে
এসেছে।
No comments:
Post a Comment
Thanks