Sunday, November 30, 2014

এলার্জিজনিত হাঁচি-কাশির ঘরোয়া চিকিৎসা


আপনি যদি এলার্জিজনিত হাঁচি-কাশির রোগী হয়ে থাকেন, তবে এই ঘরোয়া ব্যবস্থাপত্রটি বিশেষ ফলপ্রদ।
পাঁচ গ্রাম মেথি বীজ ও ৫টি গোলমরিচ আধাগুঁড়ো করে ১২০ মিলিলিটার পানিতে সেদ্ধ করে ছেঁকে নিন এবং ১ চামচ চিনি বা মধু যোগ করুন।
আর যদি এলার্জিজনিত হাঁপানিতে ভুগতে থাকেন তবে শুধু ছয় গ্রাম মেথি বীজ ১২০ মিলিলিটার পানিতে সেদ্ধ করে ছেঁকে তাতে এক চামচ মধু মিশিয়ে প্রথম এক সপ্তাহ সকাল ও সন্ধ্যা দুইবার এবং তারপর দিনে একবার করে সেবন করুন।


- See more at: http://eurobdnews.com/health-news-of-bangladesh/2014/11/23/86645#sthash.NJv2fEem.dpuf

No comments:

Post a Comment

Thanks