মানুষের জীবন
নিয়ে
প্রতিনিয়ত চলছে
গবেষণা৷ সেই
গবেষণাই দেখা
যায়
প্রতিটি মানুষেরই শারীরিক সম্পর্ক নিয়ে
আলাদা
আলাদা
ভাবনা-চিন্তা৷
তবে, সাম্প্রতিক এক গবেষণায় দেখা গিয়েছে, প্রত্যেক পুরুষই গড়ে অন্তত ১৯ বার যৌন সম্পর্কের কথা ভাবেন৷আর খাওয়ার কথা ভাবেন মাত্র ৮ বার। কিছুটা অবাক হচ্ছেন, মানুষ না খেলে বাঁচবে কি করে? সেখানেতো খাওয়া কথা বেশি ভাবা উচিত।
নিউ ইয়র্কের অহিয়ো স্টেট ইউনির্ভাসিটিতে সম্প্রতি এই বিষয়ে একটি গবেষণা করছে৷এই গবেষণায় সামিল ব্যাক্তিদের গবেষকেরা একটি করে ক্লিকার দেন৷সেখানে তাদের ভাবনা অনুযায়ী তিনটি বোতামের মধ্যে একটিতে ক্লিক করতে বলেন৷ এই তিনটি বোতাম সেক্স, খিদে ও ঘুম সংক্রান্ত ছিল৷ ওই ব্যাক্তিদের সেই সম্বন্ধিত বোতামে ক্লিক করতে বলা হয়, যার সম্পর্কে বারবার মনে বিভিন্ন কথা আসে৷
এই গবেষণার মাধ্যমেই জানা যায়, একজন পুরুষ প্রতিদিন গড়ে প্রায় ১৯ বার সেক্সের কথা ভাবেন৷ অহিয়ো স্টেট ইউনিার্সিটির প্রধান গবেষক টেরি ফিশার জানিয়েছেন, ‘আমরা এখনও জানতে পারিনি এই ধরনের ভাবনা-চিন্তা কতক্ষণ পর্যন্ত মনের ভিতর থাকে৷ এগুলি ঠিক কি ধরনের ভাবনা’৷ ‘দ্য অটলান্টিক’য়ে প্রকাশিত এক রিপোর্টে গবেষকেরা জানিয়েছেন, কোন প্রযুক্তির ব্যবহার করলেও, কোন ব্যাক্তির মনের ভাব বোঝা সম্ভব নয়৷ -
No comments:
Post a Comment
Thanks