Monday, September 15, 2014

খিদে ৮ বার, সহবাস ১৯ বার!

মানুষের জীবন নিয়ে প্রতিনিয়ত চলছে গবেষণা৷ সেই গবেষণাই দেখা যায় প্রতিটি মানুষেরই শারীরিক সম্পর্ক নিয়ে আলাদা আলাদা ভাবনা-চিন্তা৷


তবে, সাম্প্রতিক এক গবেষণায় দেখা গিয়েছে, প্রত্যেক পুরুষই গড়ে অন্তত ১৯ বার যৌন সম্পর্কের কথা ভাবেন৷আর খাওয়ার কথা ভাবেন মাত্র বার। কিছুটা অবাক হচ্ছেন, মানুষ না খেলে বাঁচবে কি করে? সেখানেতো খাওয়া কথা বেশি ভাবা উচিত।

নিউ ইয়র্কের অহিয়ো স্টেট ইউনির্ভাসিটিতে সম্প্রতি এই বিষয়ে একটি গবেষণা করছে৷এই গবেষণায় সামিল ব্যাক্তিদের গবেষকেরা একটি করে ক্লিকার দেন৷সেখানে তাদের ভাবনা অনুযায়ী তিনটি বোতামের মধ্যে একটিতে ক্লিক করতে বলেন৷ এই তিনটি বোতাম সেক্স, খিদে ঘুম সংক্রান্ত ছিল৷ ওই ব্যাক্তিদের সেই সম্বন্ধিত বোতামে ক্লিক করতে বলা হয়, যার সম্পর্কে বারবার মনে বিভিন্ন কথা আসে৷

এই গবেষণার মাধ্যমেই জানা যায়, একজন পুরুষ প্রতিদিন গড়ে প্রায় ১৯ বার সেক্সের কথা ভাবেন৷ অহিয়ো স্টেট ইউনিার্সিটির প্রধান গবেষক টেরি ফিশার জানিয়েছেন, ‘আমরা এখনও জানতে পারিনি এই ধরনের ভাবনা-চিন্তা কতক্ষণ পর্যন্ত মনের ভিতর থাকে৷  এগুলি ঠিক কি ধরনের ভাবনাদ্য অটলান্টিকয়ে প্রকাশিত এক রিপোর্টে গবেষকেরা জানিয়েছেন, কোন প্রযুক্তির ব্যবহার করলেও, কোন ব্যাক্তির মনের ভাব বোঝা সম্ভব নয়৷

No comments:

Post a Comment

Thanks