Sunday, November 30, 2014

The 10 Smallest States In The World!


There are 193 states in the world. Together comprise the ten smallest countries of this world so much that their surface area if put together is still smaller than Mexico City, which covers 1,499 square kilometers of urban area. Here, below are 10 of the world’s smallest states, some of these have no armed forces at all.

01. Vatican City State
The sovereign city center of Rome does not belong to the United Nations, though, is recognized as an independent state internationally. Between 800 and 900 people living on an area that covers 0.44 square kilometers. 572 of them have a Vatican citizenship. This will only be awarded in connection with certain functions in the state. All the others are something like immigrants.
In order to supply the tiny area as environmentally friendly as possible with energy, there is a solar power plant the size of a football field for additional alternative energy. The Vatican City covers approximately 50 streets, one’s own train station and a heliport. There is even a football team that plays for the Vatican.

02. Principality of Monaco
Greek settlers founded in the 5th century, the foundation for today’s tax haven on the coast of France. Since February 25, 1489, the state is independent and attracts a lot of people. The principality is overall abounding on the 2.02-square-kilometer area with 17,889 inhabitants per square kilometer footprint. It’s amongst the most scenic places of Europe and way to Formula One Racing.
The fact that they are doing very well despite the social density, based on the control system of Monaco, exists no direct tax liability for individuals. Neither the income tax nor an inheritance tax is levied here. No wonder that this Manhattan is booming on the Mediterranean and still always attracts rich from around the world.

03. Republic of Nauru
In this country there were ten famous tribes. Deiboe, Eamwidamit, Eamwidara, Eamwit, Eamgum, Eano, EMEO, Eoraru, Irutsi, Iruwa, Iwi and Ranibok were the names of the twelve tribes, who lived one day at the coral island in the Pacific Ocean. It reminds of the twelve-pointed star on the national flag of Nauru. Here are 10 tribes that avoided globalize civilization. at the moment, the 21-square-mile kingdom is divided into 14 districts, in which around 10,175 people live.
By the year 2001, it was revealed in such a high standard of living that the island was partly explained as the real paradise. The economy was based at that time on the phosphate mining. Since 2001, when the phosphate reserves were exhausted, the situation and the standard of living extremely changed. Since then, the nation’s finances are moving more to the brink of bankruptcy and the state budget is dependent on Australian grants.

04. Tuvalu
Tuvalu was dismissed from the British Commonwealth in 1974. At that time the island was called Ellice Islands. In 1978 it was renamed Tuvalu and recorded as a sovereign state within the Commonwealth of Nations.
25 square kilometers accommodate approximately 10,500 inhabitants. The highest point of the island is five meters above sea level. Most of the inhabitants live on agriculture and fisheries.

05. Republic of San Marino
San Marino is not only one of the five smallest states in the world, but it is also the oldest republic. In the year 301 to Marinus, a Christian stonemason from Croatia, have fled to Mount Titano.
Today, about 32,500 people possess the citizenship of 60.57 square meter state in the middle of Italy. Around 12,800 of them are living abroad.

06. Principality of Liechtenstein
The 160.47 square meter territory got its political independence in 1806. Until then, it was incessantly occupied repeatedly by different forces; Germans and French namely. The Principality is the only state that lies entirely in the Alps.
.

07. Republic of the Marshall Islands
Two meter high towers, the highest point of the Republic of the Marshall Islands in the Pacific Ocean. The land area of the islands comprises 181.3 square kilometers. They are divided into two almost parallel island or atoll chains, focusing on an area of almost two million square kilometers that extends in the ocean.
Existing since 1986 Republic became known for its 54,600 residents by the atomic bomb tests in the 50s. They took place just 160 kilometers from Bikini Atoll is one of the dreamiest places in worldwide.

08. Cook Islands
In international law, the Cook Islands are a special feature, although, the 240-square-kilometer territory in the South Pacific is considered as an independent country. However, it has the position “in free association with New Zealand “. Nearly 18,600 residents but have no own nationality, they are officially New Zealanders.
State is divided in eleven island councils. The largest island covers 65 square kilometers and is inhabited by almost 15,000 inhabitants. The smallest is the island Palmerston live on about 50 people on an area of 2.1 square kilometers. These Islands are considered one of the best honeymoon locations.

09. Niue
Like as to the Cook Islands, the 261.4 square kilometers in size Niue Island is considered as an independent state. It also does not have its own citizenship and is associated with New Zealand. With a population density of 5.2 people per square kilometer, it is one of the loneliest countries in the world.
The approximately 1,300 inhabitants are spread across 13 villages and several small settlements. Niue has an airport, but does not have a port. Goods arriving by sea are transshipped by barge. There are only 900 internet users on Niue and nearly 400,000 nu country domains.

10. Federation of Saint Kitts and Nevis
The two islands of St. Kitts and Nevis were discovered in the Caribbean by Christopher Columbus in 1493, but got established in the early 17th century. 269 square miles of territory was integrated as an independent state to the British Empire.
At present, 50, 314 inhabitants live on the two islands. It was revealed in 2008 that St. Kitts had one of the highest murder rates per capita. Yet, the two islands are popular tourist destinations especially for tourists from the United States.

- See more at: http://mtnews24.com/details/exclusive/38#sthash.JCvI2Ni8.dpuf

Four easy lifestyle for your better life!


Just Small changes of your Lifestyle will change your life history. So bring these small meaningful changes in your lifestyle and see what a different it brings in your life.

01. Drink Water: It's no go sky-high science but we all know that our body is made of 60 percent water and drinking water helps support body functions like digestion, body temperature guideline. It also helps boost our metabolism and flushes the toxin out of our body. Drinking water mostly when we are working in air-conditioned offices is really important. So, keep a water bottle on your work desk and keep sipping water regularly.


02. Add more to yourself: Stagnation leads to negativity, boredom and mental fatigue. If you want to bring in basic changes in your lifestyle, add more to yourself. keep in mind just as your body needs to exercise, so does your brain. So, stimulate your mind by reading, writing and having conversations with people. Similarly, pick up a hobby like playing a musical instrument, learning a new language, photography, knitting, baking, cooking and take interest in your environment. Be an inquisitive observer of your surroundings.


03. Learn to Say No: You need not be a people pleaser. Remember that it's fine to say no. Set your boundaries. If you don't set your boundaries, people around you will take advantage of you and decide it for yourself. Saying no on a firm note is not disrespect. It will help you to lead a productive, stress-free life. Those who value you will respect your choices.



04. Cut down the excesses: We are living in an age of excesses. But consumerism is not the answer to your inner happiness. Keep in mind the age old saying, 'cut your coat according to your cloth.' Live a debt free life and find your true happiness in nurturing your own self rather than accumulating clothes, accessories and gadgets. Money can because you pressure and it's important to live within your means.

- See more at: http://mtnews24.com/details/exclusive/40#sthash.lsYtLMl8.dpuf

Use Honey everyday for Glowing Skin


There are few things as enviable as a dewy, glowing skin complexion.
But is it only for those with good genes, good doctors or good wallets?  Is there a secret to how to make skin glow?
Well, the good news is that even if you’ve had skin problems in the past and don’t have tons of money to spend on “lotions and potions”, glowing skin is still possible for you.  How so?
Raw honey can be used, not just in our breakfast cereal or dessert, but also get glowing and younger looking skin. Abundant in antioxidants, honey is known to have antibacterial properties too. 

Here's how you can use honey for your skin every day.

-If you have an acne breakout, you can get rid of them using honey. Gently dab honey on the acne-affected area. You can also mix it with tea tree or lavender oil for an extra boost.

-Use a mix of honey and coconut/jojoba oil as a skin cleanser. It not only loosens the makeup but also acts as a moisturizer

-For dry skin, mix honey, vegetable oil and lemon juice and apply on the skin. Leave for 10 minutes and wash off.
Raw honey can be used, not just in our breakfast cereal or dessert, but also get glowing and younger looking glowing skin. Abundant in antioxidants, honey is known to have antibacterial properties too.

- See more at: http://mtnews24.com/details/exclusive/293#sthash.lxuYxtq7.dpuf

শীতের রোগ প্রতিরোধে আপনার করণীয়!


শীতে অ্যালার্জি, এ্যাজমা ও শ্বাসকস্টে অনেকেই ভুগে থাকেন। এ সমস্যা থেকে মুক্তির জন্য কিছু বিষয় পালন করা জরুরি। ওষুধ ছাড়া নিয়মতান্ত্রিকভাবে
জীবনযাপন করলে এ রোগ নিয়ন্ত্রণে রাখা সম্ভব। এ রোগীদের চলাফেরা, ওঠাবসা, খাবার সব বিষয়ে সচেতন থাকতে হয়।
করণীয়
*ঘরে ও অফিসে কার্পেট ব্যবহার না করা।
*ধূমপান পরিহার করা।
*বাসায় কোনো পোষা প্রাণী না রাখা।
*মশার কয়েল বা স্প্রে করার সময় নিরাপদ দূরত্বে অবস্থান করা
*উচ্চ মাত্রার সুগন্ধি ব্যবহার না করা।
*ধুলাবালি থেকে দূরে রাখতে মুখে মাস্ক ব্যবহার করা।
*ঘর ঝাড়ু দেয়ার সময় নাকে-মুখে মাস্ক, তোয়ালে বা গামছা ব্যবহার করা।
*বিছানা বা কার্পেট, পুরনো বইপত্র অন্য
কাউকে দিয়ে ঝড়িয়ে নেয়া।
*টিভি, মশারি স্ট্যান্ড, সিলিং ফ্যানের ওপর জমে থাকা ধুলাবালি সপ্তাহে
একবার অন্য কাউকে দিয়ে পরিষ্কার করিয়ে নেয়া।
*বাস, মোটরগাড়ি বা যানবাহনের ধোঁয়া থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখা বা
মাস্ক ব্যবহার করা।
*শীতবস্ত্র ধুয়ে ব্যবহার করা।
*লেপ ভালো করে রোদে শুকিয়ে ব্যবহার করা।
*শীতের সময় উলেন কাপড়ের পরিবর্তে সুতি/জিন্সের কাপড় ব্যবহার করা।
*পুরনো/বাক্সবন্দি জামা-কাপড় ধুয়ে রোদে ভালো করে শুকিয়ে ইস্ত্রি করে ব্যবহার করা।
*যে কোনো স্যাঁতস্যাঁতে স্থান এড়িয়ে চলা।
*হাঁটার সময় ঘাস পরিহার করা।
*ছোট বা বড় ফুল না ধরা গাছের নিচে/পাশে না বসা।
*রান্না করার সময় মশলার ঝাঁঝালো গন্ধ এড়াতে মাস্ক বা গামছা ব্যবহার করা।
*ফ্রিজে রাখা খাবার ভালো করে গরম খাওয়া।
*ঘরে ধূপ ব্যবহার না করা।
*বিছানার চাদর, বালিশের কভার এবং মশারি সপ্তাহে একবার ধুয়ে ফেলা।
*ঘর থেকে ছারপোকা, তেলাপোকা চিরতরে নির্মূল করা।
*ঠাণ্ডা পানি ও খাবার পরিহার করা।
যে খাবার পরিহার করা উচিত
*মাছ ইলিশ, চিংড়ি
*গরুর মাংস
*দুধ
*হাঁসের ডিম (সাদা অংশ)
*সবজি মিষ্টি কুমড়া, কচু, বেগুন
*ফল আপেল, কলা
করণীয়
*প্রতিদিন সকালে-বিকালে মুক্ত পরিবেশে ১০ মিনিট শ্বাসের ব্যায়াম করলে
উপকার পাওয়া যায়।
*সুযোগ পেলে জোরে জোরে শ্বাস টানা।
*শ্বাস গ্রহণের পর প্রায় ১৫ সেকেন্ড শ্বাস ধরে রাখার অভ্যাস করা।
*দুই ঠোঁট শিস দেয়ার ভঙ্গিতে এনে ধীরে ধীরে মুখ দিয়ে শ্বাস ত্যাগ করা।
*শ্বাসকষ্ট বেশি হলে ভেন্টোলিন/এ্যাজমাসল/সালটলিন ইনহেলার ২ হাফ করে ৫ মিনিট নেয়া।
*এতে শ্বাসকষ্ট না কমলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
*সবসময় হাসি খুশি থাকলে ভালো।
*ভয়, হতাশা ও চিন্তাগ্রস্ত না হওয়া।
*ডাক্তারের ব্যবস্থাপত্র ও পরামর্শ মেনে চলা।


- See more at: http://eurobdnews.com/health-news-of-bangladesh/2014/11/27/87512#sthash.k1T2JqMS.dpuf

বেশি দিন বাঁচতে জানুন কোমরের মাপ


দীর্ঘায়ু হতে চান সবাই। এ জন্য অনেকে পরিমিত খাদ্যাভ্যাস গড়ে তোলেন এবং ব্যায়াম করেন। দীর্ঘ জীবনের রহস্য জানতে বিশ্বের নানা প্রান্তে চলছে গবেষণা। অকাল মৃত্যুর জন্য এখন পর্যন্ত সবচেয়ে বেশি দায়ী করা হয় স্থূলতা বা মুটিয়ে যাওয়াকে। তবে ব্রিটেনের গবেষকরা বলছেন, মানুষের দীর্ঘায়ুর রহস্য লুকিয়ে আছে কোমরে। নতুন এক গবেষণায় তারা দেখেছেন, দীর্ঘায়ু পেতে কোমরকে রাখতে হবে স্বাভাবিক, অর্থাৎ দেহের উচ্চতার তুলনায় কোমরের ঘের বা পরিধি হবে অর্ধেকের কম।দীর্ঘায়ুর রহস্য কোমরে!


সিটি ইউনিভার্সিটি লন্ডনের গবেষকরা এই গবেষণা চালান। চিকিৎসাক্ষেত্রে ব্রিটেনের ২০ বছরের রেকর্ডগুলো পর্যালোচনা করা হয়েছে এ গবেষণায়। গবেষকরা বলছেন, ৩০ বছর বয়সী একজন পুরুষের উচ্চতা ৫ ফুট ১০ ইঞ্চি হলে তার কোমরের ঘের ৩৫ ইঞ্চির বেশি হওয়া উচিত নয়। তার কোমরের ঘের যদি ৪২ ইঞ্চি অর্থাৎ উচ্চতার ৬০ শতাংশ হয় তবে তার আয়ু কমবে ১ দশমিক ৭ বছর। অন্যদিকে ৩০ বছর বয়সী একজন নারীর উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি হলে তার কোমরের ঘের এর অর্ধেক (৩২ ইঞ্চি) না হয়ে ৩৮ ইঞ্চি (উচ্চতার তুলনায় ৬০ শতাংশ) হলে তার আয়ু কমবে ১ দশমিক ৪ শতাংশ। ৩০ বছর বয়সী গড় উচ্চতার একজন পুরুষের কোমর ৫৬ ইঞ্চি হলে আয়ু কমবে ২০ দশমিক ২ বছর। অন্যদিকে একই বয়সের একজন নারীর কোমর ৫১ ইঞ্চি হলে তার মৃত্যু হতে পারে স্বাভাবিকর চেয়ে ১০ দশমিক ৬ বছর আগে।


গবেষক ড. মার্গারেট আশওয়েল বলেন, তাদের গবেষণার তথ্য এতই যুক্তিসঙ্গত যে, বিশ্বে চিকিৎসাক্ষেত্রে এগুলো ভিত্তি হিসেবে বিবেচিত হতে পারে। 

- See more at: http://eurobdnews.com/health-news-of-bangladesh/2014/11/24/86935#sthash.zRtr7Vdb.dpuf

সুস্বাদু ফুলকপি যে দারুণ উপকারগুলো করে আপনার


শীতের অন্যতম মজার সবজি হল ফুলকপি। দারুণ মজার এই ফুলকপি আমাদের অনেকেরই খুব পছন্দের সবজি এবং এর স্বাস্থ্য গুনাগুণও অনেক। সবজি ভাজি থেকে শুরু করে মাছ ভুনা, সবজি খিচুড়ি, পাকোড়া, নুডল, সালাদ ইত্যাদি নানাবিধ খাবারে ফুলকপির ব্যবহার করে থাকি আমরা। শীতের এই মজাদার সবজি এখন অবশ্য শীত শুরু হওয়ার আগেই বাজারে পাওয়া যায়। তাই এই সময়টিতে ফুলকপির চাহিদাও থাকে অনেক। চলুন তাহলে আজ জেনে নিই এই মজাদার সবজির কিছু স্বাস্থ্য গুণাবলি সম্পর্কে।
১। ফুলকপি সম্পূর্ণ ফ্যাটমুক্ত ও সোডিয়াম মুক্ত একটি সবজি। ক্রুসীফেরাস জাতীয় সবজি যেমন ব্রকলি, বাঁধাকপি, ফুলকপি এগুলো আমাদের দেহে ক্যান্সার রোধ করতে সাহায্য করে।
২। ফুলকপির পুষ্টিকর উপাদান যেমনঃ ভিটামিন B1 (থায়ামাইন), B2 , B3 থেকে (নিয়াসিন), B5 (pantothenic অ্যাসিড), বি 6 (পাইরিডক্সিন) এবং B9 (সবুজ শাকসজীতে প্রাপ্ত অ্যাসিড) এই সমস্ত ভিটামিন ও খনিজ পদার্থ আমাদের দেহের রোগ-প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং ফুলকপিতে আরও আছে প্রচুর পরিমানে ভিটামিন-সি যা আমাদের দেহের জন্য অত্যন্ত উপকারী।
৩। ফুলকপির পটাশিয়াম উপাদান আমাদের দেহের মজবুত পেশি ও হাড় উন্নয়নে অপরিহার্য ভূমিকা রাখে।
৪। ফুলকপির আইসোথায়োসায়ানেট উপদান আমাদের দেহে ক্যান্সার কোষ বৃদ্ধি দমন করে।
৫। ফুলকপির শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্টসমূহের ভিটামিন-সি ও ক্যারটিনয়েড উপদান আমাদের দেহকে র‍্যাডিকাল ড্যামেজ থেকে রক্ষা করে।
৬। ফুলকপির নানা উপাদান আমাদের দেহে অক্সিডেটিভ স্ট্রেস দ্বারা সৃষ্ট রোগ কার্ডিওভাসকুলার এবং ক্যান্সার দমন করে থাকে। তাছাড়া ফুলকপি আমাদের দেহের ফুসফুস, স্তন, কোলন এবং আরও নানাবিধ ক্যান্সার রোধ করতে সাহায্য করে।
৭। ফুলকপিতে আছে প্রচুর পরিমানে ভিটামিন-কে ও ওমেগা-৩ ফ্যাটি এসিড যা আমাদের দেহের জ্বালা-পোড়া, ব্যথা দূর করে। প্রতিদিন ফুলকপির ব্যবহারে আমাদের দেহের অতিরিক্ত ওজন সমস্যা, ডায়াবেটিস, পেটের সমস্যা, আলসারটিভ কোলাইটিস ইত্যাদি নানাবিধ সমস্যা দূর করে।
৮। ফুলকপি আমাদের দেহের দীর্ঘস্থায়ী প্রদাহ সমস্যা হ্রাস করে এবং দেহের সঠিক রক্তসঞ্চালনের রক্ষণাবেক্ষণ করে থাকে।
৯। ফুলকপিতে আছে প্রচুর পরিমানে গ্লুকোসিনোলেট যা আমাদের দেহে ডিটক্সিফিকেশন সিস্টেমকে সক্রিয় রাখে।
১০। ফুলকপির এলিসিন উপাদান আমাদের হার্টের সুরক্ষায় কাজ করে, স্ট্রোক হওয়ার সম্ভবনা রোধ করে, ফুলকপির ভিটামিন-সি আমাদের দেহের রোগ-প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং দেহের কোলেস্টেরলের মাত্রা ঠিক রাখতে সাহায্য করে।
তথ্য সূত্রঃ healthdigezt.com


- See more at: http://eurobdnews.com/health-news-of-bangladesh/2014/11/25/87224#sthash.oc8rzOAL.dpuf

প্রতিদিন মাত্র ১ গ্লাস গাজরের জুস সমাধান করবে ১০ টি শারীরিক সমস্যা


 অনেকেই গাজর খেতে একেবারেই পছন্দ করেন না। কিন্তু গাজরের রয়েছে নানা ধরণের পুষ্টিগুণ। আমাদের দেহের সুস্থতায় গাজর অনেক বেশি কার্যকরী। তাই প্রতিদিন গাজর খাওয়া উচতি সকলের। আর যদি গাজর একেবারেই খেতে না পারেন তবে খাদ্যতালিকায় রাখতে পারেন ১ গ্লাস গাজরের জুস। এতে করে স্বাদ ও স্বাস্থ্য দুটোর প্রতিই বেশ ভালো নজর রাখা হবে। আজকে চলুন জেনে নেয়া যাক প্রতিদিন মাত্র ১ গ্লাস গাজরের জুস পান করলে আপনি কতোটা উপকার পেতে পারেন।
ওজন কমায় গাজরের জুস
গাজরের জুসে অন্যান্য সকল জুসের তুলনায় ক্যালরি কম থাকে। তাই সকালে নাস্তায় কিংবা বিকেলে এক গ্লাস গাজরের জুস পান করেই দেখুন না। ওজন কতো দ্রুত কমে আসে।
লিভারের কর্মক্ষমতা বাড়ায়
গাজরের জুস দেহের ক্ষতিকর টক্সিন দূর করে দিতে সক্ষম। প্রতিদিন মাত্র ১ গ্লাস গাজরের জুস পান করলে লিভারের কর্মক্ষমতা বৃদ্ধি পায়।
ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে
গাজরে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ই। সেই হিসেবে প্রতিদিন নিয়ম করে ১ গ্লাস গাজরের জুস দেহে ভিটামিন ই এর চাহিদা পূরণ করে এবং দেহে ক্যান্সারের কোষ গঠনে বাঁধা প্রদান করে।
দেহের বয়স বৃদ্ধিজনিত ব্যথা থেকে মুক্তি দেয়
বয়স বেড়ে গেলে দেহের নানা অঙ্গে এবং বিশেষ করে হাড়ের জয়েন্টে ব্যথা শুধু হয়। এই ধরণের ব্যথা থেকে মুক্তি দিতে পারে গাজরের জুস। তাই প্রতিদিন ১ গ্লাস গাজরের জুস অবশ্যই পান করবেন।
দৃষ্টিশক্তি উন্নত করে
গাজরের জুসে বিদ্যমান ভিটামিন এ আমাদের চোখের সুরক্ষায় কাজ করে থাকে ও দৃষ্টিশক্তি উন্নত করে। এবং দেহে ভিটামিন এ জনিত নানা সমস্যার সমাধান করে।
দেহের খারাপ কলেস্টোরল কমায়
গাজরের জুসে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম। প্রতিদিন মাত্র ১ গ্লাস গাজরের জুস আমাদের দেহের খারাপ কলেস্টোরলের মাত্রা কমায় এবং নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে।
হজমশক্তি বাড়ায়
গাজর আমাদের দেহের টক্সিন দূর করতে বিশেষভাবে কার্যকরী একটি খাদ্য। সেই সাথে এটি আমাদের পরিপাক ক্রিয়া উন্নত করতেও সহায়তা করে। প্রতিদিন সকালে ১ গ্লাস গাজরের জুস আমাদের হজমশক্তি বাড়াতে সহায়তা করে।
ত্বকের নানা সমস্যা সমাধান করে
গাজর আমাদের ত্বকের নানা ধরণের সমস্যা দূর করতে সহায়তা করে। প্রতিদিন ১ গ্লাস গাজরের জুস আমাদের ত্বককে বয়সের ছাপ থেকে মুক্ত রাখে, ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে এবং ব্রণের উপদ্রব কমায়।
ত্বকের কোষ ক্ষয় থেকে রক্ষা করে
গাজরে রয়েছে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন নামক অ্যান্টিঅক্সিডেন্ট যা আমাদের কোষের ক্ষয় রোধ করে এবং ত্বককে রাখে সুস্থ। একারণেই প্রতিদিন গাজরের জুস পান করলে ত্বকে বয়সের ছাপ আসে ধীরে।
ইমিউন সিস্টেম উন্নত করে
গাজরের বিটা ক্যারোটিন এবং ভিটামিন এ আমাদের দেহের ইমিউন সিস্টেম উন্নত করতে সহায়তা করে। সেকারণে নানা ধরণের রোগ থেকে আমরা মুক্ত থাকতে পারি।


- See more at: http://eurobdnews.com/health-news-of-bangladesh/2014/11/26/87359#sthash.P0HNPx9l.dpuf

সহজ কিছু অভ্যাসের মাধ্যমে পুরুষদের শারিরীক সক্ষমতা বৃদ্ধির উপায়!


অধিকাংশ পুরুষের মধ্যে একটা সমস্যা বেশ প্রকট হয়ে উঠছে। দিন যত যাচ্ছে পুরুষের মধ্যে নপুংসকতা বৃদ্ধি পাচ্ছে। এছাড়া বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পুরুষের যৌন ইচ্ছা যাচ্ছে ক্রমশ কমে। কাজেই যৌন চাহিদা কমে যাওয়ার আগে থেকে সচেতন হওয়া প্রয়োজন৷ জেনে নিতে পারেন কী করে এই চাহিদা ক্রমশ ক্ষয়মান হচ্ছে৷
হোম রেমেডি পুরুষের এই সমস্যা সমাধানের জন্য এগিয়ে এসেছে৷ তারা যাতে আবার তাদের পূর্ণ যৌন ইচ্ছা ফিরে পায় তার উপায় বার করেছে হোম রেমেডি৷ যাদের মধ্যে এই অসুবিধা সবেমাত্র দেখা দিয়েছে, তাদের ক্ষেত্রে হোম রেমেডি কার্যকরী হতে পারে৷ কিছু কিছু ক্ষেত্রে হোম রেমেডি দ্বারা চিকিৎসা করা যায় কিন্তু সবক্ষেত্রে হোম রেমেডি প্রযোজ্য নয়৷
এবার আসুন জানা যাক যৌন অক্ষমতার প্রথম ধাপের চিকিৎসাতে দৈনন্দিন জীবনে ব্যবহার্য কি কি সামগ্রী কাজে লাগতে পারে বা তা ব্যবহারে কি উপকার হয়-
রসুন: যৌন অক্ষমতার ক্ষেত্রে রসুন খুব ভালো ফল দিয়ে থাকে৷ রসুনকে ‘গরীবের পেনিসিলিন’ বলা হয়৷ কারণ এটি অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করে৷ যা আমরা প্রায় প্রতিনিয়্তই খাদ্য হিসেবে গ্রহণ করে থাকি৷
আপনার যৌন ইচ্ছা ফিরে আনার ক্ষেত্রে এর ব্যবহার খুবই কার্যকরী৷ কোনো রোগের কারণে বা দুর্ঘটনায় আপনার যৌন ইচ্ছা কমে গেলে এটি আপনাকে তা পুনরায় ফিরে পেতে সাহায্য করে৷ এছাড়া যদি কোনো ব্যক্তির যৌন ইচ্ছা খুব বেশি হয় বা তা মাত্রাতিরিক্ত হয় যার অত্যধিক প্রয়োগ তার নার্ভাস সিস্টেমের ক্ষতি করতে পারে এমন ক্ষেত্রেও রসুন খুবই কার্যকরী৷
প্রতিদিন দু’ থেকে তিনটি রসুনের কোয়া কাঁচা অবস্থায় চিবিয়ে খান৷ এতে আপনার যৌন ইচ্ছা কমে গিয়ে থাকলে তা বৃদ্ধি পাবে৷ এ ছাড়া গমের তৈরি রুটির সঙ্গে রসুন মিশিয়ে খেলে তা আপনার শরীরে স্পার্ম উৎপাদনের মাত্রা বাড়ায় এবং সুস্থ্য স্পার্ম তৈরিতে এটি সাহায্য করে৷
পেঁয়াজ: কাম-উত্তেজক ও কামনা বৃদ্ধিকারী হিসেবে পেঁয়াজ বহুদিন থেকেই ব্যবহৃত হয়ে আসছে৷ কিন্তু এটি কীভাবে এই বিষয়ে কার্যকরী তা এখনো পর্যন্ত সঠিকভাবে জানা যায়নি৷
সাদা পেঁয়াজ পিষে নিয়ে তাকে মাখনের মধ্যে ভালো করে ভেঁজে নিয়ে তা প্রতিদিন মধুর সঙ্গে খেলে তা থেকে উপকার পাওয়া যায়৷ কিন্তু একটি বিষয় মনে রাখবেন, এটি খাওয়ার আগে ঘণ্টা দুয়েক সময় আপনার পেট খালি রাখবেন৷ এইভাবে প্রতিদিন খেলে স্খলন, শীঘ্রপতন বা ঘুমের মধ্যে ধাতুপতন ইত্যাদি সমস্যার সমাধান হওয়া সম্ভব৷
এছাড়া পেঁয়াজের রসের সঙ্গে কালো খোসা সমেত বিউলির ডালের গুঁড়ো সাত দিন পর্যন্ত ভিজিয়ে রেখে তাকে শুকিয়ে নিন৷ এটির নিয়্মিত ব্যবহার আপনার কাম-উত্তেজনা বজায় রাখবে এবং শারীরিক মিলনকালীন সুদৃঢ়তা বজায় রাখবে৷
গাজর: দেড়শো গ্রাম গাজর কুঁচি এক টেবিল চামচ মধু এবং হাফ-বয়েল ডিমের সঙ্গে মিশিয়ে দুমাস খেলে আপনার শারীরিক এই অক্ষমতা হ্রাস পেতে পারে।


- See more at: http://eurobdnews.com/health-news-of-bangladesh/2014/11/24/87022#sthash.rSsSnUin.dpuf