Sunday, June 14, 2015

Home remedies for diabetes



There is an alarming rise in the prevalence of diabetes in Bangladesh. Thanks to our eating habits and sedentary lifestyle, even gestational diabetes is not uncommon.


The sad fact is that it could affect the baby too. Bangladesh has huge people with type 2 diabetes. Who likes to take medicines every day? Insulin and dialysis is even worse experience. And mind you, as opposed to the misconception, eating sweets is not the only cause for this disease. Stress and genes to play a major role in this. Although one cannot do much about it if it's genetic, it definitely doesn't harm to prevent it.

No, you don't have to pop pills every day. Just a few changes in your foot habits and you can cut the risks to a great extent. Here are some things that you can do at home to prevent diabetes or reduce it if you already are affected by it.

Nobody likes bitter things. But isn't it better to take a fruit or a vegetable instead of medicines? Having bitter gourd juice on an empty stomach has proved to prevent diabetes. If you are too stubborn or enjoy eating bitter gourd, then you could make stuffed karela (bitter bourd) or fry them like chips and have them as a snack. This will not just bring a change in your menu and give a respite to your taste buds, but also be beneficial to your health.

Soak a few seeds (1/4 tsps) of methi in water overnight. First thing after you brush your teeth in the morning, gulp down the methi along with the water.

Jambul fruit is considered as an effective medicine for diabetes considering its effect on pancreas. The seeds too can be dried, powdered and had with water twice a day.

The guava is among those fruits that are available in most times of the year. With its vitamin C property and high fibre content, this is perhaps one fruit that diabetics can fearlessly have.

However, a recent study has shown that having guava with its skin can heighten the blood sugar levels, so make sure you peel off the skin before consumption.

Gooseberry/amla juice too cuts the blood sugar levels.

If you can't do without sugar in your coffee or tea, try and substitute honey.

Studies have shown that black coffee without sugar cuts the risk of Type 2 diabetes.

Among other benefits, green tea is also helpful in reducing the blood sugar level in the body.

Source: Times of India


4 Foods You're Eating That Are Killing Your Sex Drive.


Want to have more sex? Who doesn’t? The problem is that in our stressful lives, it’s hard to find the energy to have as much sex as you’d like. Your diet isn’t doing you any favors either. There are four things you’re probably eating that are killing your energy and your sex drive.





Performance-Sapping Sugar

Most people are familiar with the term “sugar crash,” but many don’t know where this term comes from. After you eat sugar, it’s not only your focus and energy that crashes, but also your actual blood sugar levels, too.When you eat sugar, blood sugars naturally rise, causing the pancreas to secrete insulin. But the pancreas isn’t great at estimating how much insulin to release and usually overdoes it, secreting large amounts of insulin that cause your blood sugar to drop dramatically. This is the famous crash that causes brain fog, sluggishness, and food cravings. Eliminating sugar is one of the very best things you can do for your health, weight, and overall performance.



Vegetable Oils That Don’t Come From Vegetables

The Bulletproof Diet is all about fat, but the type of fat you consume is key. The most stable fats are saturated, while the most unstable, easily oxidized, and therefore inflammatory fats are polyunsaturated fats. Eating excess polyunsaturated fats will not improve your health, longevity, or performance and is likely to contribute to cancer and metabolic problems. The most common polyunsaturated oils that you should avoid include canola, corn, cottonseed, peanut, safflower, soybean, and sunflower oils.

The main problems with these oils are that most are genetically modified and many contain toxic solvents used in their production. It’s not easy to squeeze oil out of something like corn, so in order to maximize production, these solvents are needed. These kryptonite oils also provide unhealthy amounts of omega 6 polyunsaturated fats. Oxidized omega 6 fats do damage to your DNA, inflame your heart tissues, and raise your risk of several types of cancer, including breast cancer. But perhaps worst of all, your brain pays the price — oxidized omega 6 fats don’t support optimal brain metabolism.


Gut-Destroying Grains

Gluten-containing grains are addictive and break down in the gut into opioid compounds called gluteomorphins that trigger the same receptors in your brain as other opiate drugs like heroin. If allow your brain to get “addicted” to the opiates formed by grain digestion, you’re going to experience that as insatiable hunger and cravings that last for days after you last ate grains.

There is plenty of research to show that eating gluten also has negative health consequences. It causes inflammation and gastrointestinal distress and contributes to autoimmune diseases and a host of other issues. The trick is to give it up completely and go gluten-free. This will dramatically increase your ability to live up to your full potential and you’ll undoubtedly feel an immediate difference in your body and your brain.



Dubious Dairy
  
The final category of foods to avoid on the Bulletproof Diet is conventional dairy. One of the main problems with dairy is the harmful process of pasteurization. While this process does reduce the small risk of milk contamination, it kills off the beneficial probiotics in the milk, denatures milk proteins, and basically transforms milk from a source of nutrition into a source of many health problems. Pasteurization also turns milk’s lactose sugars into beta-lactose sugars that the body absorbs faster, causing blood sugar spikes.

You should avoid milk and most things made from milk — cheese, yogurt, cream, buttermilk, and ice cream — but not butter. Butter is significantly healthier than the milk it is made from because the harmful milk proteins (including casein and BCM-7) are largely absent from butter. What little milk protein remains in cultured butter has been enzymatically modified during the butter fermentation process and isn’t a problem for most people.


When you cut out problem foods and refocus on good fats, protein, and vegetables, your energy levels will soar. The Bulletproof Diet can teach you exactly how to do that. Then you’ll have the sex drive you want and deserve.


How can gain muscle easily?




There are many wonderful benefits of building muscle. It helps boost your metabolism, prevent osteoporosis, lose weight and keep it under control. Moreover, you can improve your shape and curves, and gain strength. Sometimes it’s hard to gain muscle, even if you hit the gym each day and train hard. Hopefully, these little yet effective tips will help you reach your fitness goal.


Make strength training a part of your workout routine

Strength training makes you feel and look better. It helps prevent muscle loss and promote muscle building. When it comes to strength training, it’s important not to overdo it. Don’t lift too heavy weights. First, it’s not good for women’s health. Second, you may end up looking like a bodybuilder. Your goal should be to tone up, not bulk up. After all, you are a woman. The last thing you want is to look like a man. Aim to lift light weights (do at least 12 reps) and do it regularly.

Add weight-bearing workouts to your daily routine

Plyometrics, yoga, walking, barre, lunging, and other weight-bearing exercises can also help you gain muscle. They help maintain healthy bones, reduce your risk of osteoporosis and build lean muscles without bulking up. Moreover, they help improve your flexibility and strength. 30 minutes of weight-bearing exercise, 5 days a week, will be enough to improve your health and build muscle.

Do your cardio training before lifting

If you’ve ever tried to drop weight, you probably know that it’s highly recommended to do lifting training before cardio training. However, if your goal is to gain muscle, you should do your cardio first and then opt for lifting. The thing is, cardio exercises break down muscle fibers, making it harder to build muscle.

Incorporate more protein-rich foods into your daily diet

When trying to gain muscle, protein must be your best friend. Include protein in every meal, opt for protein-packed snacks and add plant-based protein powders to your smoothies, if needed. Protein helps you pack on lean muscle and prevent muscle catabolism. Whole grains, vegetables, beans, legumes, leafy greens, eggs, seeds and nuts are all excellent sources of protein.

Consume more calcium-rich foods

Calcium helps build and repair muscles, and it helps keep your bones dense and strong. We all know that cow’s milk is one of the best sources of calcium. However, if it’s not a good option for you, consider incorporating a few other calcium-rich foods, such as spinach, leafy greens, almond milk, tofu, soy milk, seeds, nuts or chia seeds, into your eating plan.

Stay hydrated throughout the day

I know, I know, you are tired of reading about it in every other article, but are you sure you drink enough water throughout the day? Whether you want to lose weight, gain muscle or improve your health, you should always stay hydrated. Drink 7-8 glasses of water a day, but keep in mind that tea, coffee, juices and sodas don’t count.

Eat immediately after you exercise

Not only does eating immediately after you exercise help gain muscle, it also helps keep your energy high during the day. When exercising at the gym, opt for carb and protein-rich snacks, such as hard-boiled eggs, pumpkin seeds or nuts. If you work out at home, opt for a green smoothie (I add some berries to it to make it tastier) or cottage cheese. Avoid eating energy bars. Although they are convenient and highly accessible, they won’t help you gain muscle. They will only increase your calorie intake.

Get enough sleep

It’s vital to get enough sleep each night. It’s good for your overall health and it helps gain muscle. When you sleep your muscles recover and it promotes muscle building. When you don’t get enough sleep, your muscles don’t have enough time to recover. They become fatigued and can break down. Aim for at least 7 hours of sleep every night to build muscle naturally. 

Why should have sex everyday?



If you thought that the only benefit of sex was, well, pleasure, here's some news for you. Making love is good for adults. And making love regularly is even better.


Not only does it help you sleep well, relieve stress and burn calories, there are also several other reasons why you need to have sex more often.

Improves cardiovascular health:

A recent study says that men who have sex more than twice a week, have a lesser risk of getting a heart attack, than men who had sex less than once a month.

Increases immunity:

Regular lovemaking increases the level of the immune-boosting antibody immunoglobulin A (IgA), which in turn makes your body stronger against illnesses like the common cold and fever.

Reduces stress:

Stressed out with work or family problems? Don't let it affect your performance in the bedroom. Not only will having sex improve your mood, but a study has also proven that folks, who indulge in regular bedroom activities can handle stress better and are happier people.

Relieves pain:

If you're using a headache as an excuse to not make love, stop doing that. Have sex instead, because, when you're about to have an orgasm, the level of the hormone oxytocin increases by five times. This endorphin actually reduces aches and pains.

Promotes longevity:

When one has an orgasm, a hormone called dehydroepiandrosterone is released. This improves immunity, repairs tissue and keeps the skin healthy. Men, who have at least two orgasms a week, live longer than men who have sex just once every few weeks.

Increases blood circulation:

Because your heart rate increases when you have sex, fresh blood is supplied to your organs and cells. While used blood is removed, the body also expels toxins and other materials that cause you to feel tired.

You sleep better:

The sleep that you get just after you've made love will be much more relaxed. Getting a good night's sleep will make you feel alert and overall healthy.

Improves overall fitness:

If you find going to the gym mundane or working out at home a task, here's another way to help you lose the flab and keep in shape. Regular sex will do wonders for your waistline. Half an hour of lovemaking burns more than 80 calories.

Increases levels of Oestrogen and testosterone:


In men, the hormone testosterone is what makes them more passionate in the sack. Not only will it make you feel way better in bed, but it also improves your muscles and bones, keeps your heart healthy and keeps a check on your cholesterol. In women, on the other hand, the hormone oestrogen protects them against heart disease and also determines a woman's body scent.

Make Your Sperm Stronger, Faster, and More Fertile



About 15 percent of couples have trouble conceiving, and at least a third of the time the guy's sperm is at fault, according to the National Institutes of Health. If your sperm isn't making it to the finish line, just a few small lifestyle changes could make a big difference.


Sperm quality peaks in winter and early spring, an Israeli study found, and low-stress weekends offer your best chances of success.

Ashok Agarwal, Ph.D., head of reproductive medicine at Cleveland Clinic, explains how four lifestyle changes can improve your baby-making odds.

Avoid Any Defects

Sperm are not perfectly shaped little tadpoles. In fact, 90-plus percent of the average guy's swimmers may be too deformed to penetrate the egg. Excess free radicals may be to blame, Agarwal says. Consuming foods rich in the antioxidant lycopene is one solution, Harvard scientists say. (For a quick boost, eat tomato sauce: A quarter cup has 8,500 micrograms.)

Lift Your Number

A typical ejaculation can contain 15 to 150 million sperm. To maximize your potential payload, you need to work up a sweat outside the bedroom, says Agarwal.

In fact, Harvard researchers found that men who worked out the most had a 33 percent higher sperm count than those who exercised the least. That's because gym time helps burn fat while boosting testosterone.

Make Them Mobile

Your sperm must carry out their mission in 12 to 14 hours; that's how long the egg, once it's released, remains viable. Success can depend on their swimming speed.

In a Cleveland Clinic study, men who used their phones more had decreased sperm mobility, perhaps because of these phones' electromagnetic waves.

Keep The Alive

Those swimmers need to stay alive—and your choice of lube matters. Even lubes that are touted as "all natural" may contain chemicals that are acidic or alkaline enough to poison your mini-Phelpses.


In fact, some brands can wipe out 72 percent of your offering in 30 minutes, say researchers in Australia. Save your sperm with a blend designed for procreation.

চিনির ৮টি মারাত্মক ক্ষতিকর দিক




আমাদের বাঙালিদের একটু মিষ্টিমুখ না হলে দিন যেন ভালো কাটেই না আর আমাদের কাছে মিষ্টিমুখ মানেই হচ্ছে অতিরিক্ত চিনিসমৃদ্ধ নানা খাবার গ্রহণ তবে চিনি যে আমাদের স্বাস্থ্যের জন্য একেবারেই ভালো নয় তা কিন্তু আমরা ভালোই জানি বাড়তি ওজন শরীরে যোগ হওয়া, দাঁতের ক্ষতি করা, ডায়াবেটিস রোগীদের জন্য চিনি ক্ষতিকর ইত্যাদি আমাদের সবারই জানা কিন্তু জানেন কি, চিনির এর চেয়েও মারাত্মক ক্ষতিকর কিছু দিক রয়েছে? শুধু তাই নয়, চিনির এই মারাত্মক ক্ষতিকর দিকগুলো মানবশরীরে খুবই খারাপ প্রভাব ফেলে নিচে চিনির ক্ষতিকর দিকগুলো নিয়ে আলোচনা করা হলো :


ক্যান্সার সৃষ্টিতে দায়ীঅতিরিক্ত চিনি খাওয়ার ফলে দেহে ক্যান্সারের কোষ বৃদ্ধির সম্ভাবনা বেড়ে যায় বিশেষ করে প্যানক্রিয়েটিক ক্যান্সার হওয়ার ঝুঁকি বাড়ায় চিনি

চিনিতে বাড়ে ওজন : অতিরিক্ত চিনি আমাদের ক্ষুধার উদ্রেক করে যা সহজে পূরণ হতে চায় না আর একারণেই ক্ষুধা মেটাতে যাওয়া দেহে যোগ করে বাড়তি ওজন

শেখার ক্ষমতা নষ্ট করে : প্রায় মিলিয়ন শিশুর উপর গবেষণা করে দেখা গেছে, অন্যান্য শিশুদের তুলনায় যারা চিনিসমৃদ্ধ খাবার বেশি খেয়ে থাকে তারা প্রায় ৪১% কম নম্বর পায় পরীক্ষায় এরপর গবেষণায় দেখা যায় চিনির ক্ষতিকর প্রভাব মস্তিষ্কে পড়ার ফলে শেখার ক্ষমতা লোপ পেতে থাকে

লিভার ড্যামেজের জন্য দায়ী : চিনি খুব সহজে হজম হতে চায় না আর একারণে অনেকটা সময় ধরেই এটি দেহে থাকে যা দূর করতে লিভারকে বেশি কাজ করতে হয় আর অতিরিক্ত কাজের কারণে লিভার তার স্বাভাবিকতা হারায় এতে করে ধীরে ধীরে লিভারের কর্মক্ষমতা লোপ পেতে থাকে

অল্প বয়সে বুড়িয়ে যাওয়া : অতিরিক্ত চিনি খাওয়ার অভ্যাস ত্বকের ইলাস্টিসিটি কমিয়ে দেয় যার ফলে দেহের চামড়া ঝুলে যাওয়া, চামড়া কুঁচকে যাওয়ার সমস্যা দেখা দেয়দাঁতের ক্ষয় : অনেকের ধারণা চকলেট দাঁতের জন্য ক্ষতিকর কিন্তু মূলত চকলেট নয়, চকলেটে থাকা চিনি দাঁতের ক্ষয়ের জন্য দায়ী

ইনসুলিনের মাত্রা বাড়ায় চিনি : হুট করেই দেহের রক্তে গ্লুকোজের মাত্রা বাড়িয়ে দেয় চিনি প্রতিবার এই কাজটির কারণে দেহে ইনসুলিন হরমোনের উপর ক্ষতিকর প্রভাব পড়ে এবং এই হরমোনটির স্বাভাবিক উৎপাদন ক্ষমতা নষ্ট হয়ে যায় আর একারণেই চিনি ডায়বেটিস রোগীদের জন্য ক্ষতিকর

অপুষ্টি বাড়ায় চিনি : চিনি দেহের জন্য স্বাস্থ্যকর পুষ্টি উপাদান শোষণে বাঁধা প্রদান করে থাকে বিশেষ করে শিশু দেহে এই জিনিসটি বেশি নজরে পড়ে, যার কারণে অপুষ্টিজনিত সমস্যায় পড়তে দেখা যায় অনেককে

Wednesday, June 10, 2015

আর নয় দাগ নিয়ে দুশ্চিন্তা, জেনে নিন জাদুকরী কৌশল



কাপড়ে বা দরকারী কোনো জিনিসে দাগ পড়ে গেল মানে জিনিসটির পুরো সৌন্দর্যই নষ্ট হয়ে গেল আর এরকম ঘটলে খুব স্বাভাবিকভাবেই আমরা মন খারাপ করি, দাগ তোলার জন্য সময়, শক্তি ব্যয় করেও সফল হতে না পারলে চিন্তায় অস্থির হয়ে পড়ি কিন্তু নিমিষে এসব বিচ্ছিরি দাগ উধাও হয়ে যাবে যদি আপনি জেনে নিতে পারেন দাগ তোলার কৌশল



দাগ তোলার উপায়: কাপড়ে তরকারীর ঝোল: কাপড়ে তরকারির ঝোলের দাগ পড়ে গেলে দাগ পড়া অংশে লেবুর রস লাগিয়ে শুকিয়ে ফেলুন তারপর সাবান দিয়ে ধুয়ে ফেলুন, দেখবেন দাগ নেই কখনো কখনো সাদা কাপড়ে পড়া দাগ তাৎক্ষণিকভাবে না ধুয়ে ফেললে লেবুর রসে দূর করা যায় না এক্ষেত্রে দাগ পড়া অংশ সাবান দিয়ে ঘষে ধুয়ে ফেলুন লালচে দাগ রয়ে গেছে? ঘাবড়াবেন না, কড়া রোদে শুকিয়ে নিন দেখুন দাগ গায়েব!

লোহার তৈরি জিনিসে মরিচার দাগ: লোহার তৈরি জিনিসে মরিচার দাগ পড়লে একটা সুতি কাপড়ে টুথপেস্ট নিয়ে সেই স্থানে ভালো করে ঘষুন তারপর ধুয়ে ফেলুন দাগ চলে যাবে বেকিং সোডাও ব্যবহার করতে পারেন

আয়নার ঘোলাটে দাগ: বেসিনের আয়নায় পানির ছিটা লেগে ঘোলাটে দাগ পড়ে যায় এক্ষেত্রে পুরনো নাইলনের মোজা দিয়ে আয়না মুছতে থাকুন দাগ উঠে যাবে আরেকটা কাজ করতে পারেন পুরনো খবরের কাগজে লেবুর রস ঢেলে সেটা দিয়ে ঘষতে পারেন


বাথরুমের মেঝেতে পড়া দাগ: বাথরুমের মেঝেতে দাগ পড়ে গেলে কফি খাওয়ার পর মগে কিছুটা কফি রেখে দিন মেঝেতে যেখানে দাগ পড়েছে, সেখানে কফি ঢেলে ঘষে পরিষ্কার করে ফেলুন

Sunday, June 7, 2015

নারিকেল তেল দিয়ে যেভাবে চিরতরে দূর হবে খুসকি



শীতকালে অধিকাংশ মানুষের মাথায় খুসকি দেখা যায়। তবে গরমের সময়েও এই ধরণের সমস্য কম নয়। এই খুসকিই চুল ঝড়ে যাওয়ার অন্যতম কারণ। তাই মাথার খুসকি জরুরী ভিত্তিতে দূর করতে হবে। অবশ্য আপনি ঘরে বসেই মাথা থেকে খুসকি চিরতরে দূর করতে পারেন। ভাবছেন কিভাবে? পদ্ধতিটি খুব জটির নয়। নারিকেলের তেল দিয়েই দূর হবে খুসকি।
জেনে নিন অতি সাধারণ নারিকেল তেল দিয়েই খুশি চিরতরে দূর করার দারুণ একটি কৌশল। আর একদম কম খরচে পান ঝলমলে উজ্জ্বল সুস্থ চুল।

যা যা লাগবে

নারিকেল তেল তাঁর অ্যান্টি ফাঙ্গাল গুণাবলীর জন্য খুশি দূর করতে ভীষণ কারজকরী। আর খুবই সহজ লভ্য বলে এটা ব্যবহারও সোজা। নারিকেল তেলে খুশি দূর করতে চাইলে তেলের সাথে আমাদের আরও লাগবে লেবুর রস।

 ১। চুলের ঘনত্ব বুঝে পরিমাণমত বিশুদ্ধ নারিকেল তেল নেবেন
 ২। যতটা নারিকেল তেল নেবেন, ঠিক তার অর্ধেক পরিমাণ তাজা লেবুর রস নেবেন।
 ৩। দুটি উপাদান খুব ভালো করে মিশিয়ে নেবেন।

যা করবেন
 ১। নারিকেল তেল ও লেবুর রসের মিশ্রণটি খুব ভালো করে মাথার তালুতে ঘষে ঘষে লাগান।
 ২। তেল লাগানো হয়ে গেলে মিনিট পাঁচেক ভালো করে মাথার তালু ম্যাসাজ করুন। এবার ২০ মিনিট এভাবেই রাখুন।
 ৩। ২০ মিনিট পর চুল ধুয়ে ফেলুন। শ্যাম্পু করবেন না। সম্ভব হলে পরদিন শ্যাম্পু করুন। একান্তই না পারলে কয়েক ঘণ্টা পর শ্যাম্পু করুন।
সপ্তাহে ২/৩ দিন এই পদ্ধপ্তি অবলম্বন করুন খুশকি দূর না হওয়া পর্যন্ত। 

Saturday, June 6, 2015

মাইগ্রেনের ব্যথার ৫ লক্ষণ


যদি প্রায় সময়ই আপনার মাথা ব্যথা হয়, তবে মাইগ্রেন রয়েছে কিনা তা দ্রুত জানা দরকার। কারণ এ অনুযায়ী চিকিৎসা নেওয়াটা জরুরি বিষয় হয়ে পড়ে। তবে সব ব্যথাই মাইগ্রেনের ব্যথা নয়। তারপরও লক্ষণ দেখে আপনি নিজেই বুঝতে পারবেন ব্যথার কারণ। এখানে মাইগ্রেনের ব্যথার ৫টি লক্ষণ সম্পর্কে জেনে নিন। 

১. অস্বস্তিকর, উত্তেজনা এবং হতাশা : মাইগ্রেনের ব্যথায় মেজাজ-মর্জি চরমভাবে বিপর্যস্ত হয়। কোন কারণ ছাড়াই চরম হতাশা বোধ হতে পারে। অনেকেই দারুণ উত্তেজিত হয়ে ওঠেন। তবে হতাশা মাইগ্রেনের সঙ্গে সরাসরি জড়িত। 

২. গভীর ঘুমের অভাব : এ সমস্যায় মানুষ নিয়তিম গভীর ঘুমের অভাবে থাকেন এবং ঘুম থেকে উঠে ক্লান্ত বোধ করেন। মাইগ্রেনের কারণে ইনসমনিয়ার সমস্যাও হয়ে থাকে। 

৩. মাথার দু'পাশে তীব্র বা ক্রমাগত হালকা ব্যথা : মাথার দুই পাশে তীব্র ব্যথা মাইগ্রেনের অন্যতম লক্ষণ। এ ব্যথা একটু পর পর কম্পন আকারেও আসতে পারে। কোন উপায়ে এ ব্যথা থেকে মুক্তি মেলে না। কোন উপায়ে আপনার ব্যথা কিছুটা কমতে পারে তা নিজেরই বের করতে হয়। 

৪. শব্দ, গন্ধ বা আলো ব্যথা বৃদ্ধি করে : মাইগ্রেনের ব্যথা শব্দ বা আলো বা গন্ধের কারণে তীব্রতর হতে পারে। উজ্জ্বল আলোতে তাকালে বা উচ্চ শব্দে হঠাৎ করেই ব্যথা তীব্র হয়। আবার অনেকের পারফিউম বা রংয়ের গন্ধে ব্যথা শুরু হয়। 

৫. মাথার এক বা দুই পাশে অসাড় বা কম্পনরত অবস্থা : মাইগ্রেনের ব্যথায় মাথার একপাশে বা দুই পাশে অসাড় মনে হতে পারে। আবার ব্যথার স্থানে তিরতির করে কাঁপতে পারে। মনে হবে, ব্যথার স্থানে হাজার হাজার পিন দিয়ে কেউ খোঁচাচ্ছে। ব্যথার স্থানে হাতের আঙুল দিয়ে চাপ দিলে কিছুটা ভালো অনুভূত হয়। 

ইসলামে ‘বোবায়’ ধরার ব্যাখা ও প্রতিকার



‘বোবা’ ধরা সারা বিশ্বের সকল সমাজে প্রচলিত অতি প্রাচীন এবং অতি প্রাকৃতিক ঘটনা। একে ঘুম বিশেষজ্ঞগণ চিকিৎসাবিজ্ঞানের পরিভাষায় “স্লিপিং প্যারালাইসিস” (Sleeping Paralysis) বলে আখ্যায়িত করে থাকেন।

বর্তমান চিকিৎসাবিজ্ঞান সেক্যুলার নাস্তিক্যবাদে বিশ্বাসী এবং ধর্মীয় বিশ্বাস ও অতিপ্রাকৃতিক ব্যাখ্যা-বিশ্লেষণ বিবর্জিত। তাই তারা এই প্রাচীন এবং বর্তমানেও সংঘটিত ও অভিজ্ঞতালব্ধ বিষয়টিকে (বোবা ধরা) নিজেদের মতো করেই ব্যাখ্যা করে থাকেন। তারা যেমন বলেন “বোবায় ধরা” একটা মানসিক ব্যাধি, তেমনি এর কারণ দর্শিয়ে (তাদের মতে) বলেন, এটা মানসিক চাপ, দুশ্চিন্তা, অনিয়মিত ঘুম ইত্যাদি কারণে হয়।

যখন কাউকে বোবায় ধরে এবং তাদের মধ্যে কেউ কেউ যখন মনোরোগ বিশেষজ্ঞের শরণাপন্ন হন, ঐ সকল বিশেষজ্ঞগণ এর চিকিৎসায় ঘুমের পিল এবং আরও কিছু মনোরোগ, শ্বাস-প্রশ্বাস ও স্বাভাবিক রক্ত সঞ্চালনের ওষুধ দিয়েই ক্ষান্ত হন। সম্ভব হলে নিজের তত্বাবধানে রেখে নিয়মিত চেক-আপও করেন। কিন্তু তারপরও যখন কোনো সুচিকিৎসা দিতে পারেন না, তখন বলেন, এটা “প্যারানরমাল” (Paranormal), “সুপার-ন্যাচার‍্যাল” (Supernatural) বা “অদ্ভূদ রোগবিশেষ”!!

বোবায় ধরা কোন মানসিক রোগ নয়। মুলতঃ এর ব্যাখ্যা ইসলাম অত্যন্ত ভালভাবেই দিতে পারে। এর জন্য আসুন জেনে নিই, ইসলামী দর্শন এ বিষয়টিকে কিভাবে ব্যাখ্যা করে।

আপনারা জানেন, পৃথিবীতে সৃষ্টিকুলের মধ্যে যেমন দৃশ্যমান মানবজাতি এবং জীব-জন্তু রয়েছে, তেমনি রয়েছে অদৃশ্যমান জ্বীনজাতি ও ফেরেশতাকুল। জ্বীন সম্প্রদায়ের মধ্যেও মানুষের মতো বোবার অস্তিত্ব আছে। সেইসব বোবা জ্বীনদের মধ্য থেকে কতিপয় জ্বীন যখন মানব সমাজে চলে আসে বা বিচরণ করে, তারা অন্যান্য স্বাভাবিক জ্বীনের মতো মানুষের সাথে যোগাযোগ করতে পারে না, আর পারে না অন্যান্য জ্বীনদের সাথেও তাদের মতামত আদান-প্রদান করতে। তাই তারা কখনও কখনও তাদের ইচ্ছেমত মানুষকে বিরক্ত করে। অন্য সময় পারে না বলে ঘুমের সময়টাকেই তারা বেছে নেয়।

কখনও কখনও এই সব বোবা জ্বীন তাদের পছন্দমত মানুষের কাছে আসে এবং ঘুমের মধ্যে তার উপর ভর করে। পছন্দমত বলছি এ কারণে, যেহেতু তারা দুনিয়ার সকল মানুষকেই ধরে না। ফলে অনেক মানুষই বলে থাকে যে, “আমাকে তো কখনই বোবায় ধরে না?”

যাই হোক, বোবা জ্বীনরা কখনও দুষ্টামী করেই কারও উপর ভর করে, আবার কখনও ইচ্ছাকৃতভাবে ভয় দেখানোর জন্য কিংবা বিরক্ত হয়েই তার উপর ভর করে। তবে ঠিক কি কারণে তারা এমনটি করে, তা জানা সম্ভব হয় না এ কারণে যে, তারা বোবা (হাজারবার জিজ্ঞেস করলেও এরা আপনাকে উত্তর দিতে পারবে না)। তাই শুধু অনুমান করা যায় মাত্র।

এমনও ঘটেছে যে, সারা জীবনে কোনো কোনো মানুষকে মাত্র একবার বোবায় ধরে, আবার কেউ কেউ বহুবার তাকে বোবায় ধরেছে বলেও স্বীকার করে। এর সঠিক কারণ জানা যায় না যে, কেন কারো ক্ষেত্রে কম আর কারো ক্ষেত্রে বেশি পরিমাণে ঘটে থাকে? আল্লাহ পাক এবং তাঁর রসূলই এর অধিক ভাল জানেন।

► বোবায় ধরলে কী কী অভিজ্ঞতা হতে পারে?
————————————–
এখানে একটি বিষয় ব্যাখ্যা করা দরকার, তা হলো অনেকের এমন হয়, বোবায় যে ধরেছে, এটা বুঝার পূর্বে তারা অনেক দুঃস্বপ্ন দেখতে থাকেন। তারপর দুঃস্বপ্নের এক পর্যায়ে তারা বুঝতে পারেন, তাদের পুরো শরীরের উপর বা কোনো বিশেষ অঙ্গের (যেমনঃ মাথা, বুক, হাত ইত্যাদি) উপর কেউ ভর করে আছে এবং কোনো কোনো ক্ষেত্রে কারও (জ্বীনের) লোমশ হাতের কথাও অনেকে বলে থাকেন। এক এক জনের অভিজ্ঞতা এক এক রকম।

দুঃস্বপ্ন দেখতে থাকার কারণ হলো, ঐসব বোবা জ্বীন স্বল্প সময়ের জন্য মানুষের স্বপ্নকে নিয়ন্ত্রণ করতে পারে এবং তারা সাধারণত দুঃস্বপ্নের মধ্য দিয়ে মানুষকে নিতেই পছন্দ করে যেন ঐ সকল মানুষ স্বপ্নের এক পর্যায়ে আকস্মিক ঘুম ভেঙ্গে উঠে অসহনীয় এবং প্রতিকূল পরিস্থিতি অনুভব করে। তাই এটা বোবা জ্বীনদের মানুষের শরীরের নড়াচড়া করতে না দেয়ার পাশাপাশি আরেকটি কূট-কৌশল।

এটা সচরাচর প্রায় সবার ক্ষেত্রেই ঘটে থাকে যে, এই পরিস্থিতিতে বোবায় ধরা ব্যক্তি নিজের হাত-পা বা দেহের কোনো অঙ্গ-প্রত্যঙ্গ নাড়াতে পারে না (চোখের কর্নিয়া ব্যতীত)। এর কারণ খুঁজে দেখা গেছে, বোবা জ্বীনদের এক বিশেষ ক্ষমতা থাকে, যাকে বলা হয় “ব্লাড বেন্ডিং (Blood Bending)”। এ ক্ষমতার দ্বারা তারা মানুষের রক্তের চলাচল পথকে এবং রক্তকণিকাকে স্বল্প সময়ের জন্য নিজেদের নিয়ন্ত্রণে নিতে পারে। আর রক্তের চলাচল নিয়ন্ত্রণ করতে পারে বলেই, দেহের বিভিন্ন স্থানে তারা রক্ততঞ্চন ঘটাতে পারে, ফলে সারা শরীর বা শরীরের নির্দিষ্ট অঙ্গ-প্রত্যঙ্গসমূহ নড়াচড়া করা সম্ভব হয় না। এবং তারা যে সময়টুকু মানুষের উপর ভর করে থাকে, এর চলে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত এ বিশেষ ক্ষমতার প্রয়োগ তারা দেখাতে পারে। এর আরেকটা কারণ হচ্ছে, তারা চায় না, তাদের অদ্ভূদ আকৃতি-প্রকৃতি বা চেহারা কোন মানব দেখুক। আবার ইচ্ছা করলে তারা অদৃশ্যভাবেও মানুষের উপর ভর করতে পারে।

তবে হ্যাঁ, বোবা ধরলে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত শ্বাস-প্রশ্বাস বা অঙ্গ-প্রত্যঙ্গসমূহ নড়াচড়ায় ব্যাঘাত ঘটলেও মারা যাওয়ার আশংকা নেই। এ পর্যন্ত কোন জ্বীন ঘুমের মধ্যে কাউকে শারীরিকভাবে আঘাত করেছে বা মেরে ফেলেছে বলে শোনা যায় না। আল্লাহ পাক এ বিষয়টি মানুষ এবং জ্বীন সম্প্রদায়ের মধ্যে ভারসাম্য বিধান করে দিয়েছেন। বোবা জ্বীনের কারণে বা বোবায় ধরলে যদি অসংখ্য মানুষ মারা যেত, তাহলে তা মানবজাতির অস্তিত্বের জন্য হুমকিসরূপ হয়ে দাঁড়াত।

আবার জ্বীনজাতি দৃশ্যমান হলে, মানুষ তাদেরকে হত্যা করা বা সহজে বশ করার কোনো না কোনো উপায় বের করে ফেলত। এ জন্যই তারা অদৃশ্যমান।

► বোবায় ধরা যে জ্বীন দ্বারা সংঘটিত ঘটনা, তার যৌক্তিক প্রমাণঃ
————————————–
বোবায় ধরা যে জ্বীন দ্বারা ঘটিত একটি ঘটনা (বিজ্ঞান তার ব্যাখ্যা করতে পারুক না না-ই পারুক) তা বুঝা যায়, কোন দরূদ শরীফ বা সূরা ইত্যাদি পড়লে বোবায় ধরার প্রভাবটা আর থাকে না এবং মুহূর্তের মধ্যেই চলে যায়। অনেকের ক্ষেত্রে সাথে সাথে চলে যায়, আবার অনেকের ক্ষেত্রে দোয়া-কালাম পাঠ শুরু করার কিছুক্ষণ পর চলে যায়। এরপর অনেক ক্ষেত্রে অভিজ্ঞতাপ্রাপ্ত ব্যাক্তি উঠে বসে, আবার অনেকেই ঘামতে থাকে, অনেকে আবার ভয়ে হাঁপাতে থাকে। তবে ভয় পাওয়ার কিছু নেই।

আমরা যদি বিশ্বাস করি যে, আমরা আশরাফুল মাখলুকাত, ওরা আমাদের কিছুই করতে পারবে না এবং এক আল্লাহর উপর নির্ভর করি, তাহলে এরকম ঘটনা আমাদের জন্য কোন ব্যাপারই না।

এমনও দেখা গেছে যে, অভিজ্ঞতাপ্রাপ্ত ব্যক্তি বিছানায় শয়ন করার দু’-এক মিনিটের মধ্যেই (অর্থাৎ, তখনও সে সম্পূর্ণ সচেতন) তার উপর কোনো কিছু এসে ভর করেছে। অর্থাৎ, বৈজ্ঞানিক পরিভাষা স্লিপিং প্যারালাইসিস, যা গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গেলে ঘটতে পারে, এমন যুক্তি এ ক্ষেত্রে অচল হয়ে যায়। আর হ্যাঁ, এ ক্ষেত্রে অভিজ্ঞতাপ্রাপ্ত ব্যক্তি কর্তৃক বোবা জ্বীনকে দেখে ফেলার সম্ভাবনাই তুলনামূলক বেশি, কেননা পুরোপুরি ঘুমিয়ে যায় নি এমন ব্যক্তির উপরে blood bending করা জ্বীনের জন্য দুষ্করই বটে।

আবার এমনও দেখা গেছে যে, অভিজ্ঞতাপ্রাপ্তব্যক্তি পুরোপুরি উপুড় হয়ে শয়ন করে নি, বরং এককাত হয়ে ডান বা বাম দিকে হয়ে শুয়ে আছে, এই অবস্থায়ও বোবা এসে ভর করে। অর্থাৎ, এ ক্ষেত্রেও বিজ্ঞানের অথর্ব পরিভাষা স্লিপিং প্যারালাইসিস, যার মূল যুক্তিই হচ্ছে, ঘুমন্ত ব্যক্তি লম্বালম্বিভাবে উপুড় হয়ে শুয়ে থাকে বলে তার অঙ্গ-প্রত্যঙ্গে রক্ত জমাট বেঁধে যায়, তাই ঐ অনুভূতি হয়, এমন যুক্তি নিতান্তই খোঁড়া ও অচল।

এছাড়াও কোনো কোনো অভিজ্ঞতাপ্রাপ্ত ব্যক্তির স্বীকারোক্তিতে জানা গেছে, বোবায় ধরার (জ্বীন আসার) আগে বা (জ্বীন চলে যাওয়ার) পরে তারা যদি আধো-ঘুমন্ত অবস্থায় থাকেন, তবে ঘরে শব্দ শুনতে পান। অর্থাৎ বোবা ধরার আগে, জানালা দিয়ে কোনো কিছু আসার শব্দ আর চলে যাওয়ার পর একইভাবে জানালা দিয়ে কোনো কিছু চলে যাওয়ার শব্দ শুনে থাকেন। তবে এই অভিজ্ঞতা সবাই লাভ করেন না। আর এই শব্দও বৈজ্ঞানিক যুক্তি স্লিপিং প্যারালাইসিসকে সমর্থন করে না, বরং কোনো অতিপ্রাকৃতিক কিছুর অস্তিত্বই স্বীকার করে।

বোবা ধরার সময়, বা চলে যাওয়ার মুহূর্তে কেউ কেউ উক্ত বোবা জ্বীনকে দেখে ফেলতে পারেন। এমন হয়েছে যে, জ্বীনের আকৃতি-প্রকৃতি পরিষ্কার বুঝা যায় নি, শুধু কালো বিকট এক আকৃতির অস্তিত্ব উপলব্ধি করা গিয়েছে। আবার এমনও হয়েছে যে, জ্বীনটি তার আসল রূপ বা কোনো কুৎসিত চেহারা নিয়ে অভিজ্ঞতাপ্রাপ্ত ব্যক্তিকে দেখা দিয়েই উধাও হয়ে গিয়েছে। তবে জ্বীন দেখা দিয়েছে, এমন ঘটনা দুর্লভ।

► বোবায় ধরলে যা যা করা উচিত, তার মধ্যে কয়েকটি হচ্ছে
————————————–
১) দরূদ শরীফ পড়তে থাকা।
২) আল্লাহর কালাম অর্থাৎ কুরআনুল কারীমের যে কোন সূরা থেকে আয়াতে পাক পাঠ করতে থাকা। সূরা বাকারা, ইখলাস অথবা ইয়াসীনের আয়াতসমূহ পাঠ করা যেতে পারে।
৩) আয়াতুল কুরসী পাঠ করতে থাকা। এটি অত্যন্ত কার্যকরী।
৪) হুযুরে পাক (সঃ) অথবা কোন নবী বা ওলীর উছিলায় ঐ পরিস্থিতি থেকে মুক্তি পাবার জন্য আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা।

এছাড়াও যাদের পক্ষে সম্ভব হয়, নিজে কোন বিজ্ঞ আলেম ব্যক্তির শরণাপন্ন হয়ে তাঁর থেকে এতদভিন্ন কোন নির্দিষ্ট আয়াতে পাক বা দোয়া জেনে নিতে পারেন।

► বোবায় ধরা থেকে সম্পূর্ণরূপে মুক্তি চাইলে করণীয়
————————————–
১) ঘুমানোর আগে অযু করে শোয়া।
২) পুরোপুরি উপুড় হয়ে না শোয়া।
৩) ডান কাত হয়ে শোয়া।
৪) কারও উপুড় হয়ে শোয়ার অভ্যাস সহজে না গেলে, কাঁথা, চাদর বা কম্বল দ্বারা মাথা থেকে পা পর্যন্ত ঢেকে তারপর উপুড় হয়ে শোয়া। তবে ৩ নং আমলটিই অধিকতর শ্রেয় এবং সুন্নত সম্মত।
৪) ঘুমের দোয়াসমূহ পড়ে তারপর ঘুমানো। কি দোয়া পড়ছেন, তার অর্থ জানা থাকলে ভাল। ঘুমের একটি সহজ এবং অধিক পঠিতব্য দোয়া হচ্ছে,

“আল্লাহুম্মা বি-ইস্‌মিকা আমূওতু ওয়া আহ্‌ইয়া।”
অর্থঃ হে আল্লাহ ! তোমারই নামে মৃত্যুবরণ করি, আবার তোমারই নামে জীবন ধারন করি।

৫) দুঃস্বপ্ন দেখে আকস্মাৎ জেগে উঠলে বাম দিকে ফিরে তিনবার “আউযুবিল্লাহি মিনাশ্‌ শাইত্বনির্‌ রাজীম” বলে তিন বার থুথু দেয়া। থুথু দিলে পাশের জায়গা ভিজে যাবার আশংকা থাকলে থুথুর মত করে ফুঁ দেয়া।
৬) শোবার সময় দশ বার করে “লা- হাওলা ওয়ালা- কুয়াতা ইল্লা বিল্লাহ্‌” পাঠ করা।
৬) দুঃস্বপ্ন বা বোবায় ধরার কাহিনী কোনটাই কাউকে না বলা। আর প্রকাশ করলে এমন কারও কাছেই তা করা উচিত যিনি এর সঠিক ব্যাখ্যা দিতে পারেন এবং প্রতিকার বাতলে দিতে পারেন।
৭) ঘরে লেবু রাখা, কেননা যে ঘরে লেবু থাকে জ্বীন সেখানে প্রবেশ করে না।