Wednesday, June 10, 2015

আর নয় দাগ নিয়ে দুশ্চিন্তা, জেনে নিন জাদুকরী কৌশল



কাপড়ে বা দরকারী কোনো জিনিসে দাগ পড়ে গেল মানে জিনিসটির পুরো সৌন্দর্যই নষ্ট হয়ে গেল আর এরকম ঘটলে খুব স্বাভাবিকভাবেই আমরা মন খারাপ করি, দাগ তোলার জন্য সময়, শক্তি ব্যয় করেও সফল হতে না পারলে চিন্তায় অস্থির হয়ে পড়ি কিন্তু নিমিষে এসব বিচ্ছিরি দাগ উধাও হয়ে যাবে যদি আপনি জেনে নিতে পারেন দাগ তোলার কৌশল



দাগ তোলার উপায়: কাপড়ে তরকারীর ঝোল: কাপড়ে তরকারির ঝোলের দাগ পড়ে গেলে দাগ পড়া অংশে লেবুর রস লাগিয়ে শুকিয়ে ফেলুন তারপর সাবান দিয়ে ধুয়ে ফেলুন, দেখবেন দাগ নেই কখনো কখনো সাদা কাপড়ে পড়া দাগ তাৎক্ষণিকভাবে না ধুয়ে ফেললে লেবুর রসে দূর করা যায় না এক্ষেত্রে দাগ পড়া অংশ সাবান দিয়ে ঘষে ধুয়ে ফেলুন লালচে দাগ রয়ে গেছে? ঘাবড়াবেন না, কড়া রোদে শুকিয়ে নিন দেখুন দাগ গায়েব!

লোহার তৈরি জিনিসে মরিচার দাগ: লোহার তৈরি জিনিসে মরিচার দাগ পড়লে একটা সুতি কাপড়ে টুথপেস্ট নিয়ে সেই স্থানে ভালো করে ঘষুন তারপর ধুয়ে ফেলুন দাগ চলে যাবে বেকিং সোডাও ব্যবহার করতে পারেন

আয়নার ঘোলাটে দাগ: বেসিনের আয়নায় পানির ছিটা লেগে ঘোলাটে দাগ পড়ে যায় এক্ষেত্রে পুরনো নাইলনের মোজা দিয়ে আয়না মুছতে থাকুন দাগ উঠে যাবে আরেকটা কাজ করতে পারেন পুরনো খবরের কাগজে লেবুর রস ঢেলে সেটা দিয়ে ঘষতে পারেন


বাথরুমের মেঝেতে পড়া দাগ: বাথরুমের মেঝেতে দাগ পড়ে গেলে কফি খাওয়ার পর মগে কিছুটা কফি রেখে দিন মেঝেতে যেখানে দাগ পড়েছে, সেখানে কফি ঢেলে ঘষে পরিষ্কার করে ফেলুন

No comments:

Post a Comment

Thanks