বলা হচ্ছে, পৃথিবীর নতুন
ম্যাজিক নম্বর হল ৭৩। কেন?
কারণ অনেক। তা
জানতে হলে খুব ভালো
করে দেখ নিতে হবে। তাহলে
আসুন দেখে নেওয়া যাক
একে একে। স্বীকার
করতে বাধা নেই, অবাক
হতে বাধ্য।
১। ২১তম
প্রাইম নম্বর হল ৭৩। এর
সংখ্যাগুলি ঠিক উল্টো করে
নিলে হয় ৩৭।
আশ্চর্যজনকভাবে, সেটি ১২তম প্রাইম
নম্বর। ২১-এর ফ্যাক্টর বা
উৎপাদক কী কী? ৭
এবং ৩!
২। এবারে
৩৭+১২=৪৯।
অর্থাৎ, ৭ এর বর্গ। এবং
৭৩+২১= ৯৪।
অর্থাৎ, ৪৭-এর দ্বিগুণ। ৪৭+২=৪৯।
অর্থাৎ, ৭-এর বর্গ।
৩। ৭৩-এর বাইনারি হল
১০০১০০১। ২১-এর বাইনারি ১০১০১। এই
সংখ্যা দু’টি প্যালিন্ড্রোম। অর্থাৎ,
যে দিক দিয়েই দেখুন,
একই রকম।
৪। ৭৩-এর বাইনারিতে ৭টি
সংখ্যা রয়েছে, সঙ্গে রয়েছে
৩টি ১।
৫। ৭৩
হল ৩৭-এর সঙ্গে
পারমিউটেব্ল প্রাইম।
৬। ট্যানটেলাম-এর অ্যাটোমিক নম্বর
হল ৭৩।
৭। মহাকাশযান
চ্যালেঞ্জার ওভি-০৯৯-এ
উৎক্ষেপণের কতক্ষণ পরে বিস্ফোরণ
ঘটেছিল জানেন? ৭৩ সেকেন্ড।
৮। ক্যাথলিক
ভার্সান-এ ‘‘বুক অফ
জেরেমায়া’’ থেকে ‘‘বুক অফ
ল্যামেন্টেশনস’’-কে যদি পৃথক
হিসেবে ধরা হয়, তা
হলে ‘বাইবেল’-এর থাকে ৭৩টি
বুক।
৯। ডিসকর্ডিয়ান
ক্যালেন্ডারে ৭৩টি মাসের উল্লেখ
রয়েছে।
No comments:
Post a Comment
Thanks