Saturday, January 16, 2016

জেনে নিন, ইঁদুর, টিকটিকি, আরশোলা, ছারপোকা থেকে বাঁচার সহজ উপায়



ঘরে ইঁদুর, আরশোলা, ছারপোকা বাসা বেঁধেছে?  খুবই জ্বালাতন করছে? এর থেকে নিশ্চয়ই মুক্তি চান? জেনে নিন এসবের উপদ্রব থেকে বাঁচার ঘরোয়া উপায়।

১) ইঁদুর পিপারমিন্টের গন্ধ একদম সহ্য করতে পারে না। তাই পারলে, ঘরের কিছু জায়গায় রাত্রে সামান্য পিপারমিন্ট ছড়িয়ে দিন। দেখবেন, ইঁদুরের উত্‍পাত ঠিক বন্ধ হয়ে যাবে।
২) আরশোলা থেকে মুক্তি পাওয়ার উপায় হল, কালো জিরে, রসুন আর আদাকে একটু পেস্টের সঙ্গে গুলিয়ে নিন। তারপর একটা মিশ্রণ তৈরি করে সেটা ঘরের নানা জায়গায় ছড়িয়ে দিন। দেখবেন আরশোলা পালিয়েছে।
৩) ঘরে মাছির উত্‍পাত বেড়েছে? দরজা, জানলা বন্ধ করে রাখলেও কমছে না? এক কাজ করুন, একটু তুলো কোনও বেশি গন্ধের তেলের মধ্যে চুবিয়ে ঘরে রেখে দিন। দেখবেন মাছি পালিয়ে গিয়েছে।
৪) ছারপোকা দেখতে পেলেই তার গায়ে পেঁয়াজের রস দিয়ে দিন। ছারপোকা তাতেই মরে যাবে। আপনিও পাবেন রেহাই।
৫) যদি ঘরে টিকটিকির পরিমাণ বেড়ে যায়, তাহলে ডিমের খোসা ছাড়িয়ে উপরের দিকে রেখে দিন। দেখবেন, টিকটিকি পালিয়ে যাবে। 

No comments:

Post a Comment

Thanks