Sunday, August 31, 2014

আচরণে অতি আত্মবিশ্বাসী ভাব এনে অন্যকে ধোঁকা দেওয়া


নতুন এক গবেষণায় দেখা গেছে, ব্যাপক আত্মবিশ্বাসি মানুষরা নিজেদের অতিমাত্রায় মেধাবী হিসেবে ফুটিয়ে তুলতে পারেন এবং এর ফলে ধোঁকা খেয়ে যেতে পারেন অন্যরা নিউক্যাসল ইউনিভার্সিটি এবং ইউনিভার্সিটি অব এক্সিটার এর এক দল গবেষক এমন মানুষের ওপর গবেষণা করেন যারা নিজের সঙ্গেই প্রতারণা করেন ক্ষেত্রে এসব মানুষরা অন্যকে বোকা বানিয়ে সুবিধা আদায়ের জন্য নিজের সামর্থ নিয়ে কীভাবে কাজ করেন তাই বোঝার চেষ্টা করেছেন গবেষকরা

গবেষণা প্রতিবেদনে বলা হয়, এমন প্রতারক মানুষর বেশ সহজেই পদোন্নতি লাভ করেন এবং বিভিন্ন প্রতিষ্ঠানে ক্ষমতাশালী হয়ে উঠতে পারেন। এরা অন্য যোগ্যতর কর্মীদের দক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন এবং নানাভাবে প্রতিষ্ঠানে সমস্যা সৃষ্টি করেন। এরা নিজের আত্মবিশ্বাসী আচরণ দিয়ে সহজেই সুবিধাজনক পরিস্থিতি সৃষ্টি করেন এবং একটি প্রতিষ্ঠানকে আর্থিকভাবে দুর্বল করে দিতে পারেন।

এই গবেষণার একটি অংশে গবেষকরা ৭২ জন শিক্ষার্থীকে তাদের সামর্থ এবং অন্যকে প্রভাবিত করার সামর্থ নিয়ে মন্তব্য করতে বলেন। তাদের মধ্যে ৪৫ শতাংশ শিক্ষার্থী নিজেদর বিষয়ে যা তুলে ধরেন, তাতে দেখা যায় সহজাত সামর্থের চেয়েও নিজের কম যোগ্য হিসেবে উপস্থাপন করেছেন তারা। অন্যদিকে, ৪০ শতাংশকে অতি আত্মবিশ্বাসী হিসেবে পাওয়া যায়। আর ১৫ শতাংশ নিজেদের সামর্থকে সঠিকভাবে উপস্থাপন করতে পেরেছেন। আর দেখা গেছে, শিক্ষার্থীরা নিজেদের সম্পর্কে যে ধারণা করছেন তা বিভিন্ন বয়সের শিক্ষার্থীদের পরিণত মানসিকতার ওপর নির্ভর করছে।     

গবেষণায় দেখা গেছে, যারা নিজেদের বেশি মাত্রায় আত্মবিশ্বাসী মনে করেন, তাদের নিয়ে অন্যরাও একই ধারণা পোষণ করেন। আর যাদের আত্মবিশ্বাস কম, তাদের কম আত্মবিশ্বাসী বলেই মনে করেন অন্যরা।
গবেষণা দলের প্রতিবেদক . বিবেক নিত্যানন্দ বলেন, মানুষ সফল ব্যক্তিদের চেয়ে নিজেকে অতি আত্মবিশ্বাসী বলে মনে করেন এমন ব্যক্তিদেরই বেশি যোগ্য দক্ষ মনে করেন। নিজের সঙ্গে প্রতারণার এই প্রবণতার যে বিবর্তন তার সঙ্গেও মিলে যায় এই গবেষণার ফলাফল।
 
গবেষণা প্রতিবেদনটি পিএলওএস ওয়ান জার্নালে প্রকাশিত হয়েছে।


Wednesday, August 27, 2014

নষ্ট মেমোরি কিভাবে ঠিক করবেন, জেনে নিন উপায়!

বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে মেমরি কার্ড একটি গুরুত্বপূর্ণ উপাদান। এটার মধ্যে আপনি রাখতে পারেন গুরুত্বপূর্ণ সব ডাটা। এছাড়াও জীবনের সৃত্মি চিহ্নিত কিছু ছবি আমরা আমদের মোবাইলের মেমরি কার্ডের মধ্যেই রাখি। তথ্য আদান প্রদান করার সময় ফোনের মেমোরি কার্ড হঠাৎ.খুলে নেওয়া হলে বা কোনো ভাবে সংযোগ বিছিন্ন হলে সেটি ক্ষতিগ্রস্ত হয়ে অকেজো হয়ে যায়। ফলে আপনি পরেন মহাবিপাকে। অবশেষে আপনার প্রয়োজনীয় কিছু ডকুমেন্ট হারিয়ে আপনি হতাশায় ভোগেন। নানান ভাবে এমন অকেজো মেমোরি কার্ড সচল করা গেলেও সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত অথবা বাহ্যিকভাবে নষ্ট মেমরি কার্ডকে ঠিক করা কঠিন। তারপও আধুনিক কম্পউটারের যুগে সবই সম্ভব।

এবার আপনাদের জানাবো কিভাবে নষ্ট মেররি কার্ড ঠিক করবেন।
ডেটা রিকভারি সফটওয়্যার ব্যবহার করতে হবে:
মেমোরি কার্ডের তথ্য দেখা যাচ্ছে, কিন্তু সেটি ব্যবহার করা যাচ্ছে না। এ ক্ষেত্রে ডেটা উপস্থিত থাকে কিন্তু কম্পিউটার বা অন্য যন্ত্র সেটিকে পড়তে (রিড) পারে না। এক্ষেত্রে সবাই ভাবে যে মেমোরি কার্ডটি বোধহয় নষ্ট হয়ে গেছে। কিন্তু না, এমন অবস্থা থেকেরিকভারি সফটওয়্যার মেমোরি কার্ডটাকে ফিরিয়ে আনতে পারে।
আর এ জন্য যা করতে হবে আপনাকে:
প্রথমে কার্ড রিডারে মেমোরি কার্ড ঢুকিয়ে নিয়ে কম্পিউটারে সংযোগ দিন। খেয়াল রাখুন, মেমোরি কার্ড ফাইল এক্সপ্লোরারে বা হার্ড ড্রাইভের অন্যান্য ডিস্কের মতো দেখালে এটিতে প্রবেশ করা যাবে না, কিন্তু ফাইল সিস্টেম ঠিক আছে। এবার য়াপনার উইন্ডোজ এর স্টার্ট মেন্যুতে গিয়ে cmd লিখুন। এতে আপনার স্টার্ট মেন্যুর উপর দিকে কমান্ড প্রম্পট(cmd) দেখা যাবে। এখন এর ওপর ডান বোতাম চেপে Run asadministratorনির্বাচন করে সেটি খুলুন। কমান্ড
প্রম্পট চালু হলে এখানেchkdskmr লিখে enter ক্লিক করুন। এখানে m হচ্ছে মেমোরি কার্ডের ড্রাইভ ।
কম্পিউটারে কার্ডের ড্রাইভ লেটার যে টি দেখাবে সেটি এখানে লিখে চেক ডিস্কের কাজটি সম্পন্ন হতে দিন।
এখানেconvertlostchainsto filesবার্তা এলে y চাপুন। এ ক্ষেত্রে ফাইল কাঠামো ঠিক থাকলে কার্ডের তথ্য আবার ব্যবহার করা যাবে। মেমোরি কার্ড যদিinvalid filesystemদেখায় তাহলে সেটির ড্রাইভের ডান ক্লিক করেFormat-এ ক্লিক করুন।File systemথেকেFATনির্বাচন করে Quick format-এর টিক চিহ্ন তুলে দিয়ে Format-এ ক্লিক করুন। ফরম্যাট সম্পন্ন হলে মেমোরি কার্ডের তথ্য হারালেও কার্ড নষ্ট হবে না।
- See more at: http://eurobdnews.com/science-it-news-of-bangladesh/2014/08/26/68210#sthash.UESArEZ9.dpufবর্তমান তথ্যপ্রযুক্তির যুগে মেমরি কার্ড একটি গুরুত্বপূর্ণ উপাদান এটার মধ্যে আপনি রাখতে পারেন গুরুত্বপূর্ণ সব ডাটা এছাড়াও জীবনের সৃত্মি চিহ্নিত কিছু ছবি আমরা আমদের মোবাইলের মেমরি কার্ডের মধ্যেই
রাখি তথ্য আদান প্রদান করার সময় ফোনের মেমোরি কার্ড হঠাৎ.খুলে নেওয়া হলে বা কোনো ভাবে সংযোগ বিছিন্ন হলে সেটি ক্ষতিগ্রস্ত হয়ে অকেজো হয়ে যায় ফলে আপনি পরেন মহাবিপাকে অবশেষে আপনার প্রয়োজনীয় কিছু ডকুমেন্ট হারিয়ে আপনি হতাশায় ভোগেন নানান ভাবে এমন অকেজো মেমোরি কার্ড সচল করা গেলেও সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত অথবা বাহ্যিকভাবে নষ্ট মেমরি কার্ডকে ঠিক করা কঠিন তারপও আধুনিক কম্পউটারের যুগে সবই সম্ভব
বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে মেমরি কার্ড একটি গুরুত্বপূর্ণ উপাদান এটার মধ্যে আপনি রাখতে পারেন গুরুত্বপূর্ণ সব ডাটা এছাড়াও জীবনের সৃত্মি চিহ্নিত কিছু ছবি আমরা আমদের মোবাইলের মেমরি কার্ডের মধ্যেই রাখি তথ্য আদান প্রদান করার সময় ফোনের মেমোরি কার্ড হঠাৎ.খুলে নেওয়া হলে বা কোনো ভাবে সংযোগ বিছিন্ন হলে সেটি ক্ষতিগ্রস্ত হয়ে অকেজো হয়ে যায় ফলে আপনি পরেন মহাবিপাকে অবশেষে আপনার প্রয়োজনীয় কিছু ডকুমেন্ট হারিয়ে আপনি হতাশায় ভোগেন নানান ভাবে এমন অকেজো মেমোরি কার্ড সচল করা গেলেও সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত অথবা বাহ্যিকভাবে নষ্ট মেমরি কার্ডকে ঠিক করা কঠিন তারপও আধুনিক কম্পউটারের যুগে সবই সম্ভব

এবার আপনাদের জানাবো কিভাবে নষ্ট মেররি কার্ড ঠিক করবেন

ডেটা রিকভারি সফটওয়্যার ব্যবহার করতে হবে:
মেমোরি কার্ডের তথ্য দেখা যাচ্ছে, কিন্তু সেটি ব্যবহার করা যাচ্ছে না। ক্ষেত্রে ডেটা উপস্থিত থাকে কিন্তু কম্পিউটার বা অন্য যন্ত্র সেটিকে পড়তে (রিড) পারে না। এক্ষেত্রে সবাই ভাবে যে মেমোরি কার্ডটি বোধহয় নষ্ট হয়ে গেছে। কিন্তু না, এমন অবস্থা থেকেরিকভারি সফটওয়্যার মেমোরি কার্ডটাকে ফিরিয়ে আনতে পারে।

আর জন্য যা করতে হবে আপনাকে:
প্রথমে কার্ড রিডারে মেমোরি কার্ড ঢুকিয়ে নিয়ে কম্পিউটারে সংযোগ দিন। খেয়াল রাখুন, মেমোরি কার্ড ফাইল এক্সপ্লোরারে বা হার্ড ড্রাইভের অন্যান্য ডিস্কের মতো দেখালে এটিতে প্রবেশ করা যাবে না, কিন্তু ফাইল সিস্টেম ঠিক আছে। এবার য়াপনার উইন্ডোজ এর স্টার্ট মেন্যুতে গিয়ে cmd লিখুন। এতে আপনার স্টার্ট মেন্যুর উপর দিকে কমান্ড প্রম্পট(cmd) দেখা যাবে। এখন এর ওপর ডান বোতাম চেপে Run asadministratorনির্বাচন করে সেটি খুলুন। কমান্ড
প্রম্পট চালু হলে এখানেchkdskmr লিখে enter ক্লিক করুন। এখানে m হচ্ছে মেমোরি কার্ডের ড্রাইভ
কম্পিউটারে কার্ডের ড্রাইভ লেটার যে টি দেখাবে সেটি এখানে লিখে চেক ডিস্কের কাজটি সম্পন্ন হতে দিন।
এখানেconvertlostchainsto filesবার্তা এলে y চাপুন। ক্ষেত্রে ফাইল কাঠামো ঠিক থাকলে কার্ডের তথ্য আবার ব্যবহার করা যাবে। মেমোরি কার্ড যদিinvalid filesystemদেখায় তাহলে সেটির ড্রাইভের ডান ক্লিক করেFormat- ক্লিক করুন।File systemথেকেFATনির্বাচন করে Quick format-এর টিক চিহ্ন তুলে দিয়ে Format- ক্লিক করুন। ফরম্যাট সম্পন্ন হলে মেমোরি কার্ডের তথ্য হারালেও কার্ড নষ্ট হবে না।