Sunday, October 30, 2016

পেয়ারা তো খান, কিন্তু এর পাতার উপকারিতা কী জানেন?

পেয়ারা তো খান, কিন্তু এর পাতার উপকারিতা কী জানেন?

পেয়ারার স্বাস্থ্যগুণ সম্পর্কে অনেকেই জানেন, কিন্তু পেয়ারা পাতার উপকারিতা কী তা জানলে সত্যি অবাক হতে হয়। শরীরের অভ্যন্তরীণ ও বাহ্যিক উভয় ক্ষেত্রেই নানারকম সমস্যা প্রতিরোধে পেয়ারা পাতা বিশেষ ভূমিকা পালন করে। এক ঝলকে দেখে নেওয়া যাক পেয়ারা পাতার উপকারিতা কী কী—
• ওজন কমাতে পেয়ারা পাতা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শরীরের মধ্যেকার কমপ্লেক্স স্টার্চকে সুগারে পরিণত করতে সাহায্য করে।
• গবেষণায় দেখা গিয়েছে, পেয়ারা পাতা রক্তে আলফা গ্লুকোডাইজ এনজাইম অ্যাক্টিভিটির পরিমাণ কমিয়ে রক্তে শর্করার
পরিমাণ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে।
• গবেষণায় এও দেখা গিয়েছে যে, প্রতিদিন চায়ের সঙ্গে পেয়ারার পাতা ফুটিয়ে তা পান করলে কোলেস্টরল নিয়ন্ত্রণে থাকে।
• শরীরের কোনও অংশ কেটে গেলে সেখান থেকে সংক্রমণের সম্ভাবনা কমিয়ে দেয় পেয়ারা পাতা।
• ডায়েরিয়া থেকে মুক্তি পেতে পেয়ারা পাতার গুণাগুণ অনস্বীকার্য। পেয়ারা পাতা জলে ফুটিয়ে সেই জল পান করলে ডায়েরিয়ার সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।
• আটটি পেয়ারা পাতা দেড় লিটার জলে ফুটিয়ে নিয়ে সেই জল দিনে তিনবার করে পান করলে হজম শক্তি বৃদ্ধি পায়।
• পেয়ারা পাতা দাঁত ভাল রাখতে বিশেষভাবে সাহায্য করে। দাঁত ব্যাথা, মাড়ির সমস্যায় অ্যন্টিব্যাকটেরিয়াল-এর ভূমিকা পালন করে।
• প্রস্টেট ক্যান্সারে পেয়ার পাতা বিশেষ উপকারি।
• পুরুষের শরীরে শুক্রাণু বৃদ্ধিতে পেয়ারা পাতার জুড়ি মেলা ভার।
• পেয়ারা পাতা হল একটি অত্যন্ত ভাল স্কিন কেয়ার এজেন্ট। ত্বকের যাবতীয় সমস্যা যেমন— অ্যাকনে, পিম্পল, ব্ল্যাকহেডস প্রভৃতি রোধ করতে বিশেষভাবে সাহায্য করে।

Wednesday, October 19, 2016

বালিশের নিচে ১ কোয়া রসুনেই বাজিমাত



রসুনের জুড়ি মেলা ভার। প্রাচীনকাল থেকে রসুনের উপকারিতা নিয়ে বিশ্বব্যাপী চর্চা চলছেই। চিকিৎসা শাস্ত্রে রসুনের ব্যবহার বহু দিনের। নিয়মিত রসুন খাওয়া রপ্ত করতে পারলে রক্তে কোলেস্টেরলের পরিমাণ এবং উচ্চরক্তচাপ নিয়ন্ত্রণ করা সম্ভব। খাওয়াতো তো বটেই, এমনকী বিছানায় বালিশের নিচেও যদি এক কোয়া রসুন রেখে শোয়া যায়, তাতেও ভালো ফল পাওয়া যাবে।
গবেষকদের মতে, শুধু খেয়েই নয়, রসুনের সংস্পর্শে থাকলেই সে তার কাজ করে চলবে। বালিশের নিচে এক কোয়া কাঁচা রসুন রেখে ঘুমালে জাদুর মতো কাজ করবে। এতে আপনার ঘুম ভালো হবে। সব হতাশা দূর হয়ে যাবে। মন হয়ে উঠবে উত্‍‌ফুল্ল। তাই শরীর ও মন সুস্থ রাখতে সঙ্গী করতে পারেন রসুনকে। বিশেষজ্ঞরা জানান, রসুন প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে।
প্রতিদিন সকালে খালি পেটে যদি এক কোয়া কাঁচা রসুন খাওয়া যায়, তবে তা হবে শক্তিশালী অ্যান্টিবায়োটিক। এছাড়াও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে, লিভার, পিত্তথলি ও পাকস্থলীকে সুস্থ সবল রাখতে এবং হজমশক্তি বাড়াতে রসুনের ভূমিকা অনস্বীকার্য। তবে যাদের অ্যালার্জি রয়েছে, তারা রসুন এড়িয়ে চলবেন।

Monday, October 3, 2016

Recharge Banglalion by IFIC Mobile Bank

IFIC Mobile Bank

You can pay Banglalion Internet bill from your individual registered IFIC mobile bank account.

  • Step 1: Pay first at Banglalion merchant wallet number 01941-906906 from your mobile handset to get your TrxID
  • Step 2: Visit www.banglalion4g.com/ificmb and enter your Banglalion User ID along with your TrxID


Terms & Conditions
  • Must have individual registered IFIC mobile bank account
  • For postpaid, any amount of bill can be paid
  • For Prepaid, only the Prepaid denomination (Tk.49/99/149/199/399/699/999/1499) can be paid
  • No extra charge is required to pay Banglalion bill
  • Banglalion account will be updated immediately after bill payment

Recharge Banglalion by UCash.

UCash 
You can either pay through UCash authorized agent or from your own UCash account.
 Option 1: Paying through UCash agent
  • Visit nearest authorized UCash agent. Payment from bKash agent will not be applicable
  • Mention user account type (ex. Postpaid/Prepaid)
  • Provide your Banglalion user Id (ex. User.1234)
  • Provide any mobile phone number to receive SMS confirmation from UCash
  • Mention the billed amount to the agent

Option 2: Paying though UCash account
Open an UCash account (for new customer)
  • Visit nearest UCash agent along with mobile phone, a copy of valid Photo ID (National ID/Passport/ Driving License), 2 copies of Passport sized photographs
  • After opening an account, Customer can access the UCash Menu *268# from mobile phone
  • Default PIN is “787878”. To ensure security of UCash account, customer needs to change the PIN after accessing the menu
  • Customer can deposit money into account immediately after opening the account
 Pay through existing UCash account
  • Dial *268# from your phone
  • After providing PIN, select payment->Banglalion->account type->Banglalion user.id->payment amount

Terms & Conditions
  • No additional charge is required to open a new account or pay Banglalion bill
  • Postpaid customer can pay any amount but Prepaid customer can pay only Prepaid denomination
  • Customer must have enough balance in his UCash account to pay Banglalion bill
  • Customer will be able to avail other UCash services as well with his account
To talk with UCash customer care, please call 16268

খালি পেটে যে খাবারগুলি কখনওই খাবেন না

খালিপেটে সব ধরনেক খাবার খাওয়া উচিত নয় কিন্তু কী খাবেন, আর কী খাবেন না, জানেন কি? এমনও কিছু খাবার এই তালিকায় রয়েছে, যেগুলি এমনিতে শরীরের পক্ষে যথেষ্ট উপকারী হলেও খালি পেটে খাওয়া ক্ষতিকারক



. কলা তাৎক্ষণিক শক্তি জোগান দেওয়ার জন্য কলার জুড়ি মেলা ভার কলার অনেক পুষ্টিগুনও রয়েছে কিন্তু খালি পেটে কখনও কলা খাবেন না খালি পেটে কলা খেলে শরীরে ম্যাগেনসিয়ামের পরিমাণ বেড়ে গিয়ে রক্তে ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়ামের মাত্রায় অস্বাভাবিক তারতম্য ঘটে, যার ফলে শারীরীক সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা থাকে
. দুধ এবং সোয়াবিন মিল্ক দুধ হোক অথবা সোয়াবিন মিল্ক এতে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে কিন্তু খালি পেটে খেলে দুধে থাকা প্রোটিন শরীর  পুরোমাত্রায় গ্রহণ করতে পারেনা ফলে, খালি পেটে দুধ খেলে সবসময়ে পাউরুটি, বিস্কুটের সঙ্গে খান 
. চা এবং কফি- সকালবেলা ঘুম থেকে ওঠার পরে এক কাপ চা অথবা কফি না খেলেই নয় কিন্তু কখনওই খালি পেটে এই চা-কফি খাবেন না কারণ, চা-এর মধ্যে অ্যাসিডের উপস্থিতি যথেষ্ট বেশি পরিমাণে থাকে আর কফিতে থাকে ক্যাফেইন খালি পেটে খেলে এই অ্যাসিড এবং ক্যাফেইন পাকস্থলীর আস্তরণের ক্ষতি করে দেয় ফলে আর কিছু না হোক, খালি পেটে চা অথবা কফি খাওয়ার আগে অন্তত এক গ্লাস জল খেয়ে নেবেন
. মশলাদার খাবার- হয়তো আপনি জানেন কিন্তু তাও আপনাকে আমরা মনে করিয়ে দিচ্ছি খালি পেটে মশলাদার খাবার, ‘নৈব নৈব কারণ, এর পরিণতি ভয়ঙ্কর হতে পারে খালি পেটে মশলাদার খাবার খেলে পাকস্থলীর স্বাভাবিক অ্যাসিডগুলির উপর প্রভাব পড়ে এমনকী পাকস্থলীতে অ্যাসিডিক প্রতিক্রিয়াও হতে পারে যাঁর জেরে পেটে টান ধরা বা ব্যথা হতে পারে
. টম্যাটো- খেতে যতই ভালো লাগুক না কেন, খালি পেটে টম্যাটো কিন্তু যথেষ্ট ক্ষতিকারক খালি পেটে খেলে টম্যাটোয় থাকা অ্যাসিডের সঙ্গে গ্যাসট্রোইনটেস্টাইনাল অ্যাসিড মিশে গিয়ে এক ধরনের জেল তৈরি হয়, যা থেকে পাকস্থলীতে পাথর পর্যন্ত জমতে পারে

. সোডা বা কোল্ড-ড্রিংক - সোডা বা কোল্ড-ড্রিংকে যে চিনি বা আর্টিফিশিয়াল সুইটনার থাকে , খালি পেটে খেলে সেগুলি শরীরের পক্ষে যথেষ্টই ক্ষতিকারক হতে পারে কারণ, এই আর্টিফিশিয়াল সুইটনারের মধ্যে বিভিন্ন কার্বোনেটেড অ্যাসিডস থাকে, যেগুলি পাকস্থলীর অ্যাসিডের সঙ্গে মিশে গিয়ে পেট গোলানো অথবা বমি, বমি ভাব এবং বুক-জ্বালাও শুরু হতে পারে

Sunday, October 2, 2016

Pay Banglalion by bkash

ou can pay your Banglalion Internet bill through following mobile banking options:

bKash
You can pay Banglalion Internet bill from your individual registered bKash account.
  • Step 1: Pay first at Banglalion merchant bKash wallet number 01841-906906 from your mobile handset to get your TrxID
  • Step 2: Visit www.banglalion4g.com/bkash and enter your Banglalion User ID along with your TrxID