Sunday, December 14, 2014

আঙ্গুলের দৈর্ঘ্য প্রমাণ করবে পুরুষরা নারীদের সাথে কতটা ভালো


বিয়ের সম্পর্কটা ভেবে চিন্তেই করা উচিত। যারা এর মধ্যে বিয়ের কথা পাকাপাকি করে ফেলেছেন, তারাও একটু ভেবে দেখতে পারেন। বিয়ে ভাঙার নতুন একটি উপলক্ষ্য হাজির করেছেন গবেষকরা। নারীদের খুঁত ধরেননি। এবার ভোগান্তিটা পুরুষদের। বিয়ে করার আগে পুরুষদের আঙ্গুল মেপে নেয়ার পরামর্শ দিয়েছেন গবেষকরা।


তারা বলছেন, আঙ্গুলের মাপের কারণে শরীরের হরমোনের তারতম্য হয়। আঙ্গুলের দৈর্ঘ্য প্রমাণ করে পুরুষরা নারীদের সাথে কতটা ভালো ব্যবহার করবে। যেসব পুরুষদের তর্জনী ও অনামিকা আঙ্গুলের ব্যবধান কম, এরা সাধারণত সহানুভ’তিশীল হন। গবেষক দলের প্রধান কানাডার ম্যাকগিল ইউনিভার্সিটির অধ্যাপক ডেবিট মসকৌজি বলেন, অনামিকা আঙ্গুল তর্জনি আঙ্গুল থেকে ছোট হয়। তবে এ দুটোর পার্থক্য ব্যক্তিভেদে ভিন্ন হয়। যেসব পুরুষদের অনামিকা ও তর্জনি আঙ্গুলের পার্থক্য কম তারা নারীদের কথা মনযোগ দিয়ে শুনেন, হেসে কথা বলেন। এবং বিশেষ করে নারীদের জন্য ছাড় দেয়ার মানসিকতা থাকে।



অন্যদিকে যাদের এ দুইটি আঙ্গুলের ব্যবধান বেশি, এরা সাধারণত নারীদের সাথে বদমেজাজি হয়ে থাকেন। এদের সাথে খুব সহজে স্ত্রীর বনিবনা হয় না। প্রায় সময়ই ঝগড়া লেগে থাকে। গবেষণাটি প্রকাশ হয় ‘পারসনালিটি এন্ড ইনিিডভিজুয়াল ডিফারেন্স’ নামের এক জার্নালে। গবেষকরা ১৮ থেকে ৫৪ বছর বয়সি ১৫৫ জন নারী ও পুরুষের আঙ্গুলের মাপ নিয়ে এ ফলাফল আবিষ্কার করেছেন। ফলাফলের আরো একটি চমকপ্রদ দিক হলো, নারীরা আঙ্গুল মাপার ঝুঁকি থেকে একেবারেই মুক্ত। কারণ তাদের আঙ্গুলের ব্যবধান আচরণে কোনো প্রভাব ফেলে না।

- See more at: http://eurobdnews.com/different-news-of-bangladesh/2014/12/14/90643#sthash.mFfrtDcG.dpuf

Saturday, December 13, 2014

অস্তিত্ব থাকবে না পুরুষের



মাতৃগর্ভে ছেলে নাকি মেয়ে শিশু জন্ম নেবে তা নির্ভর করে পিতা-মাতার ক্রোমোজোমের উপর। ক্রোমোজোমকে বলা হয় বংশগতির ভৌত ভিত্তি। এ ক্ষেত্রে স্ত্রী সূচক ক্রোমোজোমের নাম হল এক্স এবং পুরুষ সূচক ওয়াই।

সম্প্রতি এক গবেষণার ফলাফলে দেখা গেছে, পুরুষের (পিতার) রক্তকোষ থেকে ওয়াই ক্রোমোজোম ক্রমে হারিয়ে যেতে পারে। এর পেছনে অন্যতম প্রধান কারণ ধূমপান। শুধু ওয়াই ক্রোমোজোমই নয়, সাধারণভাবে পুরো ডি অক্সিরাইবো নিউক্লিউ এসিড (ডিএনএ) এর ক্ষতি করছে ধূমপান।

সুইডেনের গবেষকেরা সাম্প্রতিক এক গবেষণায় এ তথ্য পেয়েছেন। ছয় হাজারের বেশি পুরুষের রক্তের নমুনা পরীক্ষা করে দেখেছেন তারা। সাম্প্রতিক গবেষণাসংক্রান্ত এ নিবন্ধ প্রকাশিত হয়েছে সায়েন্স সাময়িকীতে।

ওই গবেষণার ফলে বলা হয়েছে, পুরুষ যত বেশি ধূমপান করেন ততই তাদের রক্তকোষ থেকে ওয়াই ক্রোমোজোম হারিয়ে যেতে শুরু করে। কিন্তু যারা ধূমপান ছেড়ে দেন, তাদের ক্ষেত্রে আবারও ওয়াই ক্রোমোজোম ফিরে আসতে থাকে। এ ছাড়া যেসব পুরুষের রক্তকোষের ওয়াই ক্রোমোজোম হারিয়ে যায়, তাদের ক্যানসারে আক্রান্ত হওয়ার ঝুঁকিও বেড়ে যায়।

সুইডেনের গবেষকেরা বলছেন, অধূমপায়ী পুরুষের চেয়ে ধূমপায়ী পুরুষের ক্রোমোজোম তিনগুণ দ্রুত হারিয়ে যায়। ওয়াই ক্রোমোজোম হারানোর সঙ্গে মানুষের আয়ু কমার সম্পর্ক রয়েছে বলেও প্রমাণ পেয়েছেন তারা। গবেষকেরা দাবি করছেন, তাদের এ গবেষণা ধূমপানে নারীর তুলনায় পুরুষের মৃত্যুহার বেশি হওয়ার কারণ জানতে সাহায্য করবে।

সুইডেনের উপসালা বিশ্ববিদ্যালয়ের গবেষক লার্স ফর্সবার্গের নেতৃত্বে এ গবেষণা পরিচালিত হয়েছে। তিনি বলেছেন, আমাদের এ আবিষ্কার ধূমপান ছেড়ে দেওয়ার ক্ষেত্রে উৎসাহ জোগাবে।
প্রসঙ্গত, বংশগতি বিদ্যায় ওয়াই ক্রোমোজোমের উপস্থিতির কারণেই একজন পুরুষ বলে নির্ধারিত হন। ক্রোমোজোমের কাজ হলো বাবা-মার কাছ থেকে জিন সন্তান সন্ততিতে বহন করে নিয়ে যাওয়া। মানুষের চোখের রং, চুলের প্রকৃতি, চামড়ার গঠন ইত্যাদি বৈশিষ্ট্য ক্রোমোজোম কর্তৃক বাহিত হয়ে বংশগতির ধারা অক্ষুণ্ণ রাখে।

নির্দিষ্ট প্রজাতির জীবের কোষে ক্রোমোজোম সংখ্যা নির্দিষ্ট। প্রতিটি ক্রোমোজোম বহুসংখ্যক জিন দ্বারা গঠিত। নারীর দুটি ক্রোমোজোমই এক্স আর পুরুষের ক্রোমোজোম এক্স ও ওয়াই।

- See more at: http://bangla.mtnews24.com/details.php?id=30868&page=8#sthash.wULvDJa7.dpuf

যে মাসটি ১৯ দিনে!



মাত্র ১৯ দিনেই এক মাস পূর্ণ হয়, এ কথা শুনলে যে কেউ চোখ কপালে তুলবেন। কিন্তু ঘটনা যে সত্যি। পলাশি যুদ্ধের ৫ বছর আগে অর্থাৎ ১৭৫২ সালে ফিওে গেলেই এর প্রমাণ পাওয়া যাবে। কারণ ১৭৫২ সালের সেপ্টেম্বর মাসটি ছিল ১৯ দিনের।

১৭৫২ সালের ক্যালেন্ডারে কিন্তু এটাই রয়েছে। ১৭৫২ সালে সেপ্টেম্বর মাস ছিল ১৯ দিনের। সে বছরের ইংল্যান্ডে জুলিয়ান ক্যালেন্ডার প্রচলিত ছিল। জুলিয়ান ক্যালেন্ডার অনুযায়ী এক বছর ধরা হত ৩৬৫ দিন ৬ ঘণ্টাকে। অন্যদিকে, গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী ৩৬৫ দিন ৫ ঘণ্টা ৪৮ মিনিট ৪৬ সেকেন্ডকে ধরা হয় এক বছর।

ইউরোপের অন্যান্য দেশে ১৭৫২ সালের আগেই গ্রেগরিয়ান ক্যালেন্ডার-এর প্রচলন শুরু হয়। কিন্তু ইংল্যান্ডে তখনো জুলিয়ান ক্যালেন্ডার অনুসরণ করা হতো। এর ফলে ইংল্যান্ডের সাধারণ মানুষ আন্তর্জাতিক বিষয়ে খবরাখবরে তারিখের বিভ্রান্তির শিকার হতেন বলে জানা যায়।

অবশেষে ইংল্যান্ডের পার্লামেন্টে জুলিয়ান ক্যালেন্ডার সংস্কার করে গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুসরণের সিদ্ধান্ত নেয়। অনেকেই এ সিদ্ধান্তকে মেনে নিতে দ্বিমত পোষণ করেন। কিন্তু পরে আন্তর্জাতিক সুবিধের কথা চিন্তা করে সকলেই নয়া তারিখসূচি মেনে নেন। হিসেব করে দেখা যায়, গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী ইংল্যান্ড প্রায় ১১ দিন পিছিয়ে ছিল।

এখন এর সমাধান কী? শেষ পর্যন্ত ২ সেপ্টেম্বরের পর জুলিয়ান ক্যালেন্ডার বর্জন করা হয়, ৩ সেপ্টেম্বরকে ৩+১১ অর্থাৎ ১৪ সেপ্টেম্বর হিসেব করার জন্য সকলকে নির্দেশ দেয়া হয়। দোসরা সেপ্টেম্বর ইংল্যান্ডের বাসিন্দারা সমস্ত দপ্তরের কাজে ২ সেপ্টেম্বর তারিখটি ব্যবহার করেন। কিন্তু ওই দিন রাতে, অর্থাৎ ২ সেপ্টেম্বর রাতে ঘুমোতে গেলে, তাদের ঘুম ভাঙে ১৪ সেপ্টেম্বরে।

মাত্র এক রাতের ব্যবধানে ১১টি দিন হারিয়ে যায় ইংল্যান্ডের ইতিহাস থেকে। মজার বিষয়, সে বছর ৩-১৩ সেপ্টেম্বর যাদের জন্ম হয় তারা আর জন্মদিন সেলিব্রেট করতে পারলেন না। 

- See more at: http://bangla.mtnews24.com/details.php?id=30890&page=8#sthash.hHRQpGZs.dpuf

প্যাটার্ন লক হয়ে গেছে ,ফ্যাক্টরি রিসেট ছাড়াই লক খুলুন(টিউট্ররিয়ালসহ)



এন্ড্রয়েড প্লাটফর্ম ব্যবহারকারীকে অনেক গুলো নিরাপত্তা স্তরের মাধ্যমে ব্যবহারকারীর বিভিন্ন রকমের তথ্য নিরাপদ রাখতে সাহায্য করে। লক স্ক্রিন থেকে শুরু করে প্রতিটি অ্যাপলিকেশনের জন্যেও ইচ্ছে করলে একজন ব্যবহারকারী ব্যবহার করতে পারেন নানা রকম নিরাপত্তা স্তর। সাধারণ লক স্ক্রিনের নিরাপত্তায় অ্যান্ড্রয়েড প্লাটফর্ম কড়া নিরাপত্তা ব্যবস্থা প্রদান করে থাকে। আপনার যদি একটি অ্যান্ড্রয়েড স্মার্টফোন থেকে থাকে তবে নিশ্চয়ই আপনি এতদিনে নিরাপত্তার জন্য লক স্ক্রিনের সিকিউরিটি লেয়ার ব্যবহার করেছেন। বিভিন্ন রকম ব্যবহারকারীর কথা মাথায় রেখে লক স্ক্রিনের এই সিকিউরিটি লেয়ারে অ্যান্ড্রয়েড এনেছে বিভিন্ন ভ্যারিয়েশন। অক্ষর, ক্রমিক সংখ্যা এবং প্যাটার্ন – রাখা হয়েছে তিন রকমের নিরাপত্তা ব্যবস্থা। তবে এগুলোর মধ্যে সবচাইতে জনপ্রিয় হচ্ছে ‘প্যাটার্ন লক’, কেননা এতে করে সহজে আঙ্গুল না উঠিয়ে স্মার্টফোনটিকে আনলক করে ফেলা যায়। কিন্তু যদি আপনি আপনার স্মার্টফোনে আপনার ডিফাইন করা প্যাটার্ন লকটি ভুলে গিয়ে থাকেন তবে কি করবেন? চিন্তার কারণ নেই, আজকের টিউটোরিয়ালে আমরা তাই জানার চেষ্টা করব।
আজকের টিউটোরিয়ালটি আমরা দুই ভাগে ভাগ করেছি। এগুলো হচ্ছে,
১। বেসিক লেভেলঃ এই পদ্ধতিটি সবাই অনুসরণ করতে পারবেন, এমনকি আপনি যদি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের সাথে এখনও ফ্যামিলিয়ার না হয়ে থাকেন তাহলেও।
২। অ্যাডভান্স লেভেল; এই পদ্ধতিটি অ্যাপলাই করার জন্য আপনাকে সামান্য কিছু অ্যাডভান্স বিষয় সম্পর্কে ধারণা থাকতে হবে, তবে কঠিন কিছুই না।
তাহলে চলুন, শুরু করা যাক।
বেসিক লেভেলঃ
কিছু কিছু স্মার্টফোন লক করা অবস্থায় ফিজিক্যাল আনলক হার্ডওয়্যার বাটন চাপ দিলে প্রথমে স্লাইড লক স্ক্রিনে নিয়ে যায় আবার কিছু কিছু সরাসরি প্যাটার্ন লক স্ক্রিনে নিয়ে যায়, যদিও এই প্রক্রিয়াটি পুরোটাই ‘সেটিংস’ এর নির্ভর করে। যাই হোক, ধরুন আপনি প্যাটার্ন লক স্ক্রিনে আছেন। বার বার ভুল প্যাটার্ন কী দেয়ার পর আপনাকে কিছুটা সময় (৩০ সেকেন্ডের মত) অপেক্ষা করতে বলবে। নিচের স্ক্রিন শটটি দেখুন।





এক্ষেত্রে যেহেতু আপনি আপনার ‘প্যাটার্ন লক’ ভুলে গিয়েছেন তাই অপেক্ষা করে লাভ হচ্ছেনা। তাই, ‘Forgot pattern” অপশন সিলেক্ট করুন। নিচের মত স্ক্রিন দেখতে পাবেন, রম বা থিম ভেদে স্ক্রিনের ইন্টারফেস সামান্য পরিবর্তিত থাকতেই পারে তবে মূল বিষয়গুলো বদলাবে না।
 





এরপর ইউজার নেমের স্থানে আপনার সেই জিমেইল অ্যাকাউন্টটির ইমেইল ঠিকানা লিখুন যা আপনি আপনার স্মার্টফোনের সাথে ইন্টিগ্রেটেড করেছিলেন, এবং পাসওয়ার্ডের স্থানে ইমেইলের পাসওয়ার্ডটি দিন। সঠিক তথ্য প্রদানের পর আপনার স্মার্টফোনটি আপনার তথ্য চেক করবে এবং সঠিক হলে আপনাকে নতুন প্যাটার্ন ড্র করার জন্য বলবে। প্যাটার্নটি একবার ড্র করার পর কনফারমেশনের জন্য আপনাকে আবারও একবার ড্র করতে বলবে। ব্যাস কাজ শেষ!!
অসুবিধা সমূহঃ
১। অনেকেই স্মার্টফোনের সাথে এখনও জিমেইল অ্যাকাউন্ট ইন্টিগ্রেটেড করেন না, হয়ত বিষয়টি সম্পর্কে অবগত নন। অথবা, একবার জিমেইল অ্যাকাউন্ট ব্যবহারের পরে এর পাসওয়ার্ড ভুলে যান। এরকম হলে এই পদ্ধতিটি কাজে আসবে না।
২। আপনার ফোনটি ইন্টারনেটের সাথে কানেক্টেড থাকতে হবে। আমি অফলাইনে এই পদ্ধতিটি ব্যবহারের চেষ্টা করে ব্যার্থ হয়েছি।
একটি সিকিউরিটি ট্রিকসঃ অনেক স্মার্টফোনেই ডিফল্ট ভাবে ইন্সট্যান্ট লক অ্যাকটিভ করা থাকেনা, একটি নির্দিষ্ট সময় সেট করা থাকে। অর্থাৎ, আপনি লক বাটন প্রেস করলেই আপনার স্মার্টফোনটি ইন্সট্যান্ট লক হবেনা। নির্ধারিত সময়ের মধ্যে আপনি লক বাটন প্রেস করলে আর আপনাকে লক কোড/প্যাটার্ন ব্যবহার করতে হবেনা। আপনি ইচ্ছে করলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য ‘ইন্সট্যান্ট লক’ অ্যাকটিভ করে রাখতে পারেন। এই সেটিংসের জন্য যা করতে হবে,
■  মেন্যুতে ট্যাপ করুন।
■  সেটিংসে ট্যাপ করুন।
■  লোকেশন এবং সিকিউরিটি অথবা শুধু ‘সিকিউরিটি’ তে ট্যাপ করুন।
■  সিকিউরিটি লক টাইমার এবং ইন্সট্যান্ট লক সেটিং প্রয়োজন মত নির্ধারণ করুন।
স্মার্টফোন ভেদে এই নির্দেশনা সামান্য ভিন্ন হতে পারে।
উপরের পদ্ধতি কাজ না করলে আরও একটি বেসিক পদ্ধতিতে আপনি আপনার স্মার্টফোনটি আনলক করতে পারবেন। এজন্য আপনাকে আপনার স্মার্টফোনটির রিকোভারীতে গিয়ে হার্ড রিসেট করতে হবে। হার্ড রিসেট করার জন্য আপনার স্মার্টফোনের ভলিয়্যুম আপ অথবা ডাউন (একেক স্মার্টফোনের ক্ষেত্রে একেক রকম) এবং লক বাটন একসাথে চেপে ধরে রাখতে হবে। এরপর ‘রিকভারী’ স্ক্রিন এলে হার্ড রিসেট করে ফেলুন।
অসুবিধাঃ আপনার স্মার্টফোনের ইন্টারনাল স্টোরেজে থাকা ডকুমেন্টস, কন্টাক্টস এবং ম্যাসেজ মুছে যাবে।
অ্যাডভান্স লেভেল
আপনি প্রশ্ন করতে পারেন, ‘বেসিক’ পদ্ধতিতে কাজ হলে ‘অ্যাডভান্স’ পদ্ধতি কেন? কেননা, উপরের দুটি পদ্ধতিরই বেশ কিছু সীমাবদ্ধতা রয়েছে। এজন্যেই আমরা অ্যাডভান্স লেভেল ব্যবহার করব। আশা করি বুঝতে পেরেছেন।
এই পদ্ধতিকে আমি অ্যাডভান্স লেভেল বলেলেও মূলত কাজ মোটামুটি সহজই। এই পদ্ধতি প্রয়োগ করার সময় আমার স্মার্টফোনটি রুটেড ছিল এবং "কাস্টম রিকভারীতে ছিল তবে রুটেড নয়" – এরকম স্মার্টফোনেও কাজ করবে বলে আশা করছি।
সতর্কতাঃ যদিও আমতা ইতোমধ্যে চেষ্টা করে সফল হয়েছি এবং কোন রকম সমস্যার সম্মুখীন হইনি তবুও এই পদ্ধতি ব্যবহারের ফলে কেউ যদি কোন রকমের ক্ষতির সম্মুখীন হন তবে এর জন্য eurobdnews.com এবং আমি কোন ভাবেই দায়ী থাকবোনা।
এই পদ্ধতির জন্য আপনাকে ‘Aroma File Manager’ ফাইল ম্যানেজারটি ডাউনলোড করতে হবে। আপনি  এখান থেকে এটি ডাউনলোড করে নিতে পারেন।
চলুন পদ্ধতিগুলো ধাপে ধাপে জেনে নেয়া যাকঃ
আমি ধরে নিচ্ছি আপনার স্মার্টফোনটিতে কাস্টম রিকভারী দেয়া আছে এবং আপনি প্যাটার্ন বা পাসওয়ার্ড ভুলে গিয়েছেন।
১। ফাইল ম্যানেজারটি ডাউনলোড করুন, এক্সট্র্যাক্ট করবেন না।
১। স্মার্টফোনের মেমরী কার্ড খুলে মেমরী কার্ডের সাহায্যে অ্যারোমা ফাইল ম্যানেজারটি মেমরী কার্ডে প্রবেশ করান। মেমরী কার্ডের কোন ফোল্ডারে রাখবেন না, ফাইলটি মেমরী কার্ডের রুটে রাখুন।
২। আপনার ফোনটি রিকভারীতে রিবুট করুন।
৩। CWM এর ক্ষেত্রে, সবগুলো পার্টিশন মাউন্ট করুন, এমনকি আপনার যদি কোন sd-ext পার্টিশন থেকে থাকে তবে সেটিও মাউন্ট করুন। এবং এরপর ফাইলম্যানেজারটি ফ্ল্যাশ করুন। ফ্ল্যাশ করার সাথে সাথে দেখবেন ফাইল ম্যানেজারের একটি গ্র্যাফিক্যাল ইউজার ইন্টারফেস চলে এসেছে।
৪। এখন, /data/system – এ প্রবেশ করুন। এক্ষেত্রে, আপনার যদি কোন sd-ext পার্টিশন থেকে থাকে তবে /sd-ext/system – এ প্রবেশ করুন।
৫। আপনি একটি gesture.key নামের ফাইল দেখতে পারবেন, মুছে দিন। আর যদি আপনি পাসওয়ার্ড মুছে দিতে চান তবে password.key মুছে দিন। ব্যাস হয়ে গেল।
খেয়াল করুন, ৩ নম্বর প্রক্রিয়া থেকে TWRP রিকভারীর ক্ষেত্রেও একই হবে। আর স্টক রিকভারীতে যেহেতু মাউন্ট অপশন থাকেনা তাই সরাসরি ফাইলম্যানেজারটি রিকভারী থেকে ফ্ল্যাশ করে ৪ এবং ৫ নম্বর প্রক্রিয়া অনুসরণ করুন।


- See more at: http://eurobdnews.com/science-it-news-of-bangladesh/2014/12/11/90104#sthash.wsDzrp0m.dpuf

Saturday, December 6, 2014

সহবাস যখন সৌন্দর্যের চাবিকাঠি


গবেষণায় নিত্য বেরিয়ে আসছে চমকপ্রদ সব বিষয় এক গবেষণায় যেটা বেরিয়ে আসছে, আরেক গবেষণায় সেটা ভুল প্রমাণিত হওয়ার ঘটনাও কম নয় একটি স্কটিশ গবেষণায় দেখা গেছে, পুরুষের মতো উন্নত যৌন জীবন নারীদেরকে সুস্বাস্থ্যের অধিকারী করে তোলে এতে নারীদের ত্বক আরো মসৃণ সতেজ হয় অর্থাৎ, নিজেকে ফিট সুন্দরী হিসেবে দেখতে চাইলে নিয়মিত যৌনজীবন খুবই দরকারি

স্কটিশ ওই গবেষণার সঙ্গে যুক্ত গবেষকদের মতে, যখন আপনি দৈহিক সম্পর্কে লিপ্ত থাকেন, তখন আপনার শরীর থেকে তিন ধরনের হরমোন নিসৃত হয় এই তিন ধরনের হরমোন সূর্যের অতিবেগুনী রশ্মি থেকে ত্বকে যে ক্ষতি হয় তা পূরণ করে দেয়

এছাড়াও সময় যে ঘাম বের হয় তার মাধ্যমে একধরনের এসিড অবমুক্ত হয় যেটা সুন্দর মলিন ঠোট উজ্জ্বল চোখ তৈরিতে ভূমিকা রাখে

গবেষণায় নিত্য বেরিয়ে আসছে চমকপ্রদ সব বিষয়। এক গবেষণায় যেটা বেরিয়ে আসছে, আরেক গবেষণায় সেটা ভুল প্রমাণিত হওয়ার ঘটনাও কম নয়। একটি স্কটিশ গবেষণায় দেখা গেছে, পুরুষের মতো উন্নত যৌন জীবন নারীদেরকে সুস্বাস্থ্যের অধিকারী করে তোলে। এতে নারীদের ত্বক আরো মসৃণ ও সতেজ হয়। অর্থাৎ, নিজেকে ফিট ও সুন্দরী হিসেবে দেখতে চাইলে নিয়মিত যৌনজীবন খুবই দরকারি।
স্কটিশ ওই গবেষণার সঙ্গে যুক্ত গবেষকদের মতে, যখন আপনি দৈহিক সম্পর্কে লিপ্ত থাকেন, তখন আপনার শরীর থেকে তিন ধরনের হরমোন নিসৃত হয়। এই তিন ধরনের হরমোন সূর্যের অতিবেগুনী রশ্মি থেকে ত্বকে যে ক্ষতি হয় তা পূরণ করে দেয়।
এছাড়াও এ সময় যে ঘাম বের হয় তার মাধ্যমে একধরনের এসিড অবমুক্ত হয় যেটা সুন্দর মলিন ঠোট ও উজ্জ্বল চোখ তৈরিতে ভূমিকা রাখে।
- See more at: http://www.bd-pratidin.com/life.../2014/12/04/47722#sthash.FQysBzEu.dpuf
গবেষণায় নিত্য বেরিয়ে আসছে চমকপ্রদ সব বিষয়। এক গবেষণায় যেটা বেরিয়ে আসছে, আরেক গবেষণায় সেটা ভুল প্রমাণিত হওয়ার ঘটনাও কম নয়। একটি স্কটিশ গবেষণায় দেখা গেছে, পুরুষের মতো উন্নত যৌন জীবন নারীদেরকে সুস্বাস্থ্যের অধিকারী করে তোলে। এতে নারীদের ত্বক আরো মসৃণ ও সতেজ হয়। অর্থাৎ, নিজেকে ফিট ও সুন্দরী হিসেবে দেখতে চাইলে নিয়মিত যৌনজীবন খুবই দরকারি।
স্কটিশ ওই গবেষণার সঙ্গে যুক্ত গবেষকদের মতে, যখন আপনি দৈহিক সম্পর্কে লিপ্ত থাকেন, তখন আপনার শরীর থেকে তিন ধরনের হরমোন নিসৃত হয়। এই তিন ধরনের হরমোন সূর্যের অতিবেগুনী রশ্মি থেকে ত্বকে যে ক্ষতি হয় তা পূরণ করে দেয়।
এছাড়াও এ সময় যে ঘাম বের হয় তার মাধ্যমে একধরনের এসিড অবমুক্ত হয় যেটা সুন্দর মলিন ঠোট ও উজ্জ্বল চোখ তৈরিতে ভূমিকা রাখে।
- See more at: http://www.bd-pratidin.com/life.../2014/12/04/47722#sthash.FQysBzEu.dpuf

Wednesday, December 3, 2014

DRINK TEA FOR BEAUTIFUL SKIN


A cup of  tea can be beneficial mentally, emotionally, socially and physically.
According to the report of femalefirst.co.uk, scientific research testifies to the health benefits of all kinds of tea, which not only help with beauty factors but also weight loss and hydration of skin.
Experts at the Tea Advisory Panel (TAP), which provides objective information about tea, have enlisted the beauty secrets behind a cup of tea.
Tea and weight loss: Tea consumption has been associated with less weight gain over time. Drinking tea more than once a week has been linked to lower body fat percentages and smaller waist circumferences than non-tea drinkers. It is also important to note that all teas, including black tea, with semi-skimmed milk and no sugar, is a lower calorie alternative than other popular drinks. Tea has been recommended to take precedence over other beverages to help reduce energy intake and maintain hydration.
Provides water to skin: Good hydration is important for the health of all our body organs, tissues and cells. A recent study suggested that drinking up to six cups of tea per day, has the same hydrating properties to water.
The role of tea in skin health: Healthy skin is well hydrated skin. Drinking enough fluid which can include all types of tea is important for restoring fluid loss which can occur to a greater extent during summer. Adequate hydration can help to keep the skin in good condition.
White tea has also been shown to have anti-inflammatory activity in human skin. In one study, human skin cells were exposed in the laboratory to hydrogen peroxide. White tea was shown to reduce the inflammation that would normally result from hydrogen peroxide exposure.
Tea bags for beauty: While tea has great hydrating properties vital for our skin beauty and helps aid weight loss, the humble tea bag can also offer a host of beauty secrets. Tea bags soaked in warm water and placed over closed eyes revitalize tired puffy eyes. Freshly brewed tea as a conditioning final rinse after a shampoo. Peppermint tea makes a great soothing mouthwash.

Calendar 2015


Calendar 2015 including govt. holiday in Bangladesh