অবশেষে মিলেছে মানবদেহে এপেন্ডিক্সের প্রয়োজনীয়তার হদিস। এতদিন আমরা
জেনে এসেছি অ্যাপেন্ডিক্স একটা অপ্রয়োজনীয় অঙ্গ। কিন্তু অ্যামেরিকান
রিসার্চাররা বলছেন অ্যাপেন্ডিক্সের এক গুরুত্বপূর্ণ কাজ রয়েছে মানবদেহে।
নর্থ ক্যারোলিনার ডিউক ইউনিভার্সিটির মেডিকেল সেন্টারের বিজ্ঞানীদের মতে অ্যাপেন্ডিক্স আসলে ‘ভাল ব্যাকটেরিয়ার’ সেফ হাউজ। তীব্র কলেরা বা ডায়রিয়া হলে এই ব্যাকটেরিয়াগুলো অ্যাপেন্ডিক্স থেকে বের হয়ে পাকস্থলীকে পূর্বের অবস্থায় ফিরিয়ে নিয়ে যেতে পারে। এই ব্যাকটেরিয়া আক্রান্ত পাকস্থলীকে হজমে সহয়তা করতে পারে।
তবে প্রফেসর বিল পার্কার বলেন এর মানে এই নয় যে যে কোনো মূল্যে অ্যাপেন্ডিক্সকে শরীরে রাখতেই হবে।
তিনি বলেন, সবারই বোঝা উচিত যে অ্যাপেন্ডিক্স প্রায়শই ক্ষতির কারন হয়ে ওঠে। এর কোনো ফাংশন আছে এটা জেনে কেউ যেন মনে না করেন যে তাদের অ্যাপেন্ডিক্সের ব্যাথায় ঘরে বসে থাকা উচিত।
এই গবেষণায় অ্যাপেন্ডিক্সের মূল কাজ কি তা জানা গেছে, কিন্তু অ্যাপেন্ডিক্সের ব্যাথায় আক্রান্ত হলে অবশ্যই ডাক্তারের পরামর্শমত চিকিৎসা গ্রহণ করতে হবে।
নর্থ ক্যারোলিনার ডিউক ইউনিভার্সিটির মেডিকেল সেন্টারের বিজ্ঞানীদের মতে অ্যাপেন্ডিক্স আসলে ‘ভাল ব্যাকটেরিয়ার’ সেফ হাউজ। তীব্র কলেরা বা ডায়রিয়া হলে এই ব্যাকটেরিয়াগুলো অ্যাপেন্ডিক্স থেকে বের হয়ে পাকস্থলীকে পূর্বের অবস্থায় ফিরিয়ে নিয়ে যেতে পারে। এই ব্যাকটেরিয়া আক্রান্ত পাকস্থলীকে হজমে সহয়তা করতে পারে।
তবে প্রফেসর বিল পার্কার বলেন এর মানে এই নয় যে যে কোনো মূল্যে অ্যাপেন্ডিক্সকে শরীরে রাখতেই হবে।
তিনি বলেন, সবারই বোঝা উচিত যে অ্যাপেন্ডিক্স প্রায়শই ক্ষতির কারন হয়ে ওঠে। এর কোনো ফাংশন আছে এটা জেনে কেউ যেন মনে না করেন যে তাদের অ্যাপেন্ডিক্সের ব্যাথায় ঘরে বসে থাকা উচিত।
এই গবেষণায় অ্যাপেন্ডিক্সের মূল কাজ কি তা জানা গেছে, কিন্তু অ্যাপেন্ডিক্সের ব্যাথায় আক্রান্ত হলে অবশ্যই ডাক্তারের পরামর্শমত চিকিৎসা গ্রহণ করতে হবে।