Wednesday, September 9, 2020

5 reasons why sweat is good for you!

 


Sweating helps shed the kilos it’s confirmed! You need to sweat it out to lose weight. Usually it's the water and fluid that make a person feel heavy. So this 'water weight' can be eliminated through sweating. But it's also important to gain back the lost fluids through water (avoid aerated drinks as they are dehydrating). Sweating can also help boost the immune system...


Adds up to better circulation The process of sweating through exercise can boost the circulation. As you work out or even do a brisk walk, your heart pumps blood faster and the metabolism and circulation improves.

Gives softer and smoother skin: Want an easy and free glow on the face? Just sweat. While the toxins and impurities are expelled, the skin pores are opened and the face looks fresh and smooth. Remember to cleanse and tone your face after this happens.

Enhances the mood there’s no better de-stresser than purging out all that sweat! Exercise of any kind - whether a walk or jog or even a gym workout - is known to make a person feel good. Studies have show how physical activity reduces depression and anxiety as well as feeling of irritability. Exercise stimulates chemicals in the brain, which leave a person feeling relaxed and happier.

Reduces risk of kidney stones: Research has shown that exercising regularly helps a person flush out the system better and thus reduce the risk of occurrence of kidney stones. As you work out and sweat, you tend to have more water and other fluids like nariyal pani. This helps keep the kidneys flushed and clean

Wednesday, July 22, 2020

DBBL Agent Banking & Rocket Office Customer Care Address, Number, Rocket Code, DBBL Mobile Banking





Rocket Customer Care Address, Helpline Number, DBBL Mobile Banking! Dear Banglalink user, Welcome here for the latest and update information about the Rocket Customer Care Number New update and the call center Helpline Number & Address are available in this post.
Are you searching Rocket Helpline Number, Rocket Customer Service All Bangladesh, Rocket Customers Care Address & Contact Number? If your question is yes, then you have come to the right place. Now just stay with us and read the details below.
Rocket Helpline Number & Office Address:
·         Rocket Hotline Number: 16216
·         Address: Address: Sena Kalyan Bhaban, 4th Floor
195 Motijheel Commercial Area
Dhaka-1000, Bangladesh.
·         Tel: (8802) 47110465, 47115155, 47114795
·         IP phone: (880) -9612322100, (880) -9666322100.
·         Official Website: http://www.dutchbanglabank.com
Rocket Office Address:
Just see the below List or use Find Menu to get your nearest Rocket Office Address. We have collected these data from Rocket.
·         1st floor, 119/2, K.Ali Road, Bagherhat Sadar, Bagherhat.
·         Master Guest House (1st Floor), Main Road, Bandarban.
·         Mollah Jalal Uddin Bhaban, 2nd floor, Nazrul Islam Road, Barguna Sadar, Barguna.
·         Birprotik Plaza, 1st floor, Hospital Road, Barisal.
·         Yousuf Complex (2nd floor), 1437, Sadar Road, Sadar, Bhola.
·         2nd Floor, Zerin Tower, Holding No # 365, Ward No # 10, Sherpur Road, Rahmannagar, Bogra.
·         1st Floor, Sarak Bazar, Brahmanbaria.
·         Priyangan Shopping Centre (2rd Floor), Chandpur Sadar, Chandpur.
·         Islam Tower (3rd floor), 59, CDA Avenue Muradpur, Chittagong.
·         Khan Bhaban (3rd Floor) 429, Munsurabad D T Road, Double Muring, Chittagong.
·         Jannat Plaza (1st floor), Chuadanga Sadar, Chuadanga.
·         333, Jhawtola (3rdFloor), Badurtola, Comilla.
·         216, Jhawtola (2nd floor), Main Road, Cox’s Bazar.
·         1050 (2nd Floor), Nayapara, Dania, Dhaka-1236.
·         Baipail, Ashulia, Savar, Dhaka.
·         117/1, Bata Signal, Elephant Road, Dhaka.
·         27/Kha (1st floor), Indira Road, Tejgoan, Dhaka.
·         Plot # 9, Road # 2, Block # B, Mirpur-10, Dhaka.
·         16/2, Azam Road, Mohammadpur, Dhaka.
·         31, Jhonson Road, (3rd floor), Bangshal, Dhaka.
·         88/1, (3rd floor), North Badda, Dhaka.
·         Chayanir (2nd Floor), 89, Malibag DIT Road, Dhaka.
·         Plot # C/556, Holding # 933/C, Khilgaon (Main Road), Dhaka-1219.
·         House # 78, Road # 2/2, Slamat Molla Road, Tongi, Gazipur.
·         Plot # 7, Road # 7, Sector # 4, Uttara Residential Area, Uttara, Dhaka-1230.
·         Bismillah Super Market (2nd floor), B-72/1, Bazar Road, Savar, Dhaka.
  • 1st floor, Maldha Potti, Dinajpur Sadar, Dinajpur.
  • 30, North Faridpur (1st floor), Alimuzzaman Road, Faridpur Sadar, Faridpur.
  • 567, Bhuiyan Plaza (2nd floor), Post Office Road, Feni.
  • 1st floor, Master para, Gaibandah Sadar, Gaibandah.
  • K-286, 2nd Floor, BIDC Road, West Joydebpur, Gazipur.
  • 05, 1st floor, Madrasha Road, Gopalgonj Sadar, Gopalgonj.
  • Shapla-49 (1st floor), Holding # 39, Town Masjid Road, Hobigonj Sadar, Hobigonj.
  • Wazed Ali Chowdhury Mansion (1st Floor), Shakal Bazar, Sadar, Jamalpur.
  • 1st Floor, H-62/63, Gail Road Beltola, Jessore.
  • Tutun Plaza (1st floor), 45, Kumarpotti Road, Jhalokathi Sadar, Jhalokathi.
  • Alhaz Shopping Complex (2nd floor), Sher-e-Bangla Sarak, Jhenaidah Sadar, Jhenaidah.
  • 1st Floor, Mousumi Market, 555, Sadar Road, Joypurhat.
  • 1st Floor, Shapla Chattar, Court Road, Khagrachari.
  • 1st floor, 34, KDA Avenue, Khulna City, Khulna.
  • Rahmania Plaza (2nd Floor), Barobazar (Teripotti), Kishoregonj.
  • 1st floor, U. A Plaza, Shapla Chattar, Bazar Road, Kurigram.
  • 2nd Floor, Ektara More, N. S. Road, Kushtia.
  • Shahan Shopping Complex (2nd floor), Puran Bazar, Lalmonirhat.
  • Akota Super Market (2nd floor), Main Road, Laxmipur Sadar.
  • Bhuiyan Market (2nd Floor), Main Road, Puran Bazar, Madaripur.
  • 2nd floor, M. R. Road, Magura Sadar, Magura.
  • Rafi Plaza (1st floor), 46, Shahid Rafique Sarak, Manikgonj Sadar, Manikgonj.
  • H-46, Hotel Bazar, Meherpur.
  • Abu Lais Tower (1st Floor), Old Hospital Road, Mooulvibazar Sadar, Moulvibazar.
  • Bani Market (3rd Floor), Bazar Road, Munshiganj.
  • 23/8, Maskanda (1st Floor), Mymensingh Sadar, Mymensingh.
  • 2nd Floor, Doyaler Moor, Naogaon Sadar, Naogaon.
  • 1st Floor, Old Bus Stand, Narail Sadar, Narail.
  • 60, B. B. Road, Narayangonj.
  • Bhuiyan Shopping Complex (2nd floor), 03, Sadar Road, Narsingdi.
  • Sabia Plaza (2nd floor), Kanaikhali, Natore Sadar, Natore.
  • 1st Floor, Firoza Ahmed Plaza, Holding # 67, Boro Indira Road, Chapai Nawabgonj.
  • Zilla Parishad Bhaban (2nd floor), Netrokona Sadar, Netrokona.
  • 1st floor, Boro Mosjid Road, Nilphamari Sadar, Nilphamari.
  • Janata Shopping Complex (2nd floor), Maijdi Court, Noakhali.
  • Al Noman Complex (2nd floor), Tula Potti, Pabna Sadar, Pabna.
  • 1st Floor, Khalek Super Market, Tetulia Road (Near Girls’ School), Panchagarh Sadar, Panchagarh.
  • 1st Floor, 116, Sadar Road, Patuakhali.
  • Aysha Plaza (1st floor), Post Office Road (Opposite of Sonali Bank), Pirojpur Sadar, Pirojpur.
  • Jalil Khan Super Market (2nd floor), Station Road, Rajbari Sadar, Rajbari.
  • 1st Floor, Gausia Super Market, 259, Station Road, Rajshahi.
  • HB Plaza (2nd Floor), Rangamati Sadar, Rangamati.
  • 1st floor, Gulshan Plaza, Station Road, Rangpur.
  • 1st floor, Muktijoddah Sarok, Palashpole, Satkhira Sadar, Satkhira.
  • 1st floor, Bajaj Showroom Building, Hospital Road, Chowrongi Circle, Shariatpur.
  • Holding # 04, 1st Floor, Munshipara, Narayonpur, Sherpur.
  • 1st Floor, Oishy Motors Market, S.S. Road, Sirajgonj Sadar, Sirajgonj.
  • Khalekabad Bhaban (1st floor), Sunamgonj Pouro Commercial Area, Sunamgonj.
  • Nach Shopping Complex (1st floor), Sobhanighat, Sylhet.
  • 3rd Floor, Rahman Center, Victoria Road, Tangail Sadar, Tangail.
  • Prodhan Super Market (1st Floor) College Road, Sadar, Thakurgaon.
We hope you find out the Rocket customer care address & helpline number. If you have any further information, please let us know in the comments. We will tell you quickly. Thanks for having us.


Information collect from:- https://telecomoffer.com/rocket-office-customer-care-address/

Monday, January 28, 2019

Easy access for police clearance in Bangladesh




এবার ঘরে বসেই সহজে নিয়ে নিন পুলিশ ক্লিয়ারেন্স ভিসার আবেদনের জন্য পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট দরকার, কিন্তু ব্যস্ততার জন্য থানায় যাওয়ার সময় হচ্ছে না এছাড়া বিদেশে ভিসা, পাসপোর্ট নবায়ন অথবা গ্রিন কার্ড বা ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করবেন, কিন্তু বাংলাদেশ থেকে কিভাবে পুলিশ ক্লিয়ারেন্স নেবেন এই নিয়ে সমস্যায় আছেন

এবার সেসব সমস্যার সমাধান ঘরে বসেই করা যাবে কারণ বাংলাদেশ পুলিশ চালু করেছে অনলাইন পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট সেবা

যেভাবে অনলাইনে পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আবেদন করবেন:

পুলিশ ক্লিয়ারেন্সের জন্য পাসপোর্টে দেওয়া স্থায়ী অথবা বর্তমান ঠিকানার যেকোনো একটি ঠিকানায় আবেদন করতে হবে এটি হতে হবে মেট্রোপলিটন বা জেলা পুলিশের আওতাধীন এরিয়া যদি পাসপোর্টে ঠিকানা উল্লেখ না থাকে তবে ঠিকানার প্রমাণ হিসেবে ন্যাশনাল আইডি কার্ড বা জন্ম সনদের ফটোকপি দরকার হবে আর এটা হতে হবে ১ম শ্রেণির সরকারি গেজেটেড কর্মকর্তা দ্বারা সত্যায়িত

যদি দেশের বাইরে অবস্থান করেন তাহলে আপনার পক্ষে দেশে যে কেউ আবেদন করতে পারবেন সেক্ষেত্রে আপনার পাসপোর্টের তথ্য পাতার ফটোকপির স্ক্যানকপি দরকার হবে জন্য যে দেশে অবস্থান করছেন সে দেশের বাংলাদেশ দূতাবাস সংশ্লিষ্ট কর্মকর্তার সত্যায়িত থাকতে হবে যদি কুরিয়ারযোগে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পেতে চান তবে তা আবেদন ফরমে উল্লেখ করতে হবে

অনলাইনে আবেদন:

. অনলাইন পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য আবেদন করতে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করার জন্য এখানে ক্লিক করুন। http://pcc.police.gov.bd:8080/apex/f?p=PCC:REGISTRATION::

. রেজিস্ট্রেশন করার পর লগ-ইন করে Apply মেনুতে ক্লিক করলে একটি আবেদন ফরম আসবে ফরমটিতে যথাযথ তথ্য দিয়ে পূরণ করতে হবে

. আবেদন ফরমের Upload অপশনে গিয়ে প্রয়োজনীয় ডকুমেন্টসের স্ক্যানকপি Upload করতে হবে

. এই পর্যায়ে আপনার দেওয়া সকল তথ্য আবার দেখানো হবে কিছু পরিবর্তনের প্রয়োজন পড়লে তা Back বাটনে ক্লিক করে পরিবর্তন করা যাবে তবে আবেদন ফরমটি চূড়ান্তভাবে সাবমিট করার পর তা আর কোন পরিবর্তন করার সুযোগ থাকবে না

. এরপর পুলিশ ভেরিফিকেশন ফি পরিশোধ করার জন্য Pay Offline বাটনে ক্লিক করুন চালানের মাধ্যমে ফি পরিশোধের উপায় এবং পরবর্তী করণীয় সম্পর্কে দেওয়া তথ্য পড়ে দেখুন বাংলাদেশ ব্যাংক/সোনালী ব্যাংকের যেকোনো শাখা থেকে (-৭৩০১-০০০১-২৬৮১) কোডে করা ৫০০ টাকা মূল্যমানের ট্রেজারি চালান অথবা অনলাইনে ক্রেডিট বা ডেবিট কার্ডের মাধ্যমে নির্ধারিত সার্ভিস চার্জসহ ফি প্রদান করুন

. চালানের মূল কপিটি আপলোড করার আগে অবশ্যই এর উপর এপ্লিকেশন রেফারেন্স নম্বরটি লিখে দিন তা নাহলে আপনার পেমেন্টটি গ্রহণযোগ্য হবে না এবং আবেদনটি বাতিল হয়ে যাবে

আবেদনের আপডেট:

আবেদনের আপডেট পেতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন PCCS, এরপর আপনার আবেদনের রেফারেন্স নম্বর লিখে পাঠিয়ে দিন 6969 নম্বরে ফিরতি এসএমএস পেয়ে যাবেন আপনার আবেদনের সর্বশেষ আপডেট

সমস্যায় পড়লে হেল্প নিন:

আপনার সমস্যার কথা ০১৭৫৫৬৬০১৭২ নম্বরে জানাতে পারেন রবি থেকে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত ফোন দেওয়া যাবে

ঢাকা মেট্রোপলিটন এলাকার আবেদনকারীরা সমস্যায় পড়লে যোগাযোগ করতে পারেন এই নম্বরে যোগাযোগ করতে পারেন হেল্প লাইন: ০১১৯১-০০৬৬৪৪ এবং ০২-৭১২৪০০০ অথবা ডিএমপি ওয়ান স্টপ সার্ভিস সেন্টারে ০১৭১৩৩৯৮৬৮০ নম্বরে যোগাযোগ করতে পারেন

Sunday, December 23, 2018

মোজা পায়ে দিলেই দুর্গন্ধ হয়? মেনে চলুন ঘরোয়া কিছু উপায়





সারা বছর মোজা না পায়ে দিলেও শীতে বাধ্য হন অনেকেই। বাইরের ঠান্ডা আবহাওয়ায় শরীরকে গরম রাখতে মোজার ব্যবহার অনস্বীকার্য। কিন্তু অনেকেরই মোজা পরলে পা ঘামে।
মোজায় সারা দিন ভিজে চটচটে ভাব, এ দিকে ঘামের গন্ধের চোটে জুতা খোলারও উপায় নেই। প্রতিদিন বাড়ি ফিরে মোজা খুললেই গন্ধের দায়ে টেকা দায় হয়ে ওঠে। পা ধুলেও এই গন্ধ সব সময় যায় না।
সারা বছর এমন সমস্যার মুখোমুখি হলেও, শীতে তুলনামূলকভাবে পা ঘামে বেশি। ঘাম জমা পায়ে খুব দ্রুত ব্যাকটেরিয়া ও ছত্রাক জন্মায়। ফলে এর থেকে নানা রোগের সৃষ্টি হয়। কিন্তু জানেন কি, খুব সহজেই ঘরোয়া কিছু উপায়ে এই দুর্গন্ধ দূর করা যায়।
মোজা পরার আগে এর মধ্যে যে কোনও একটি উপায় অবলম্বন করলেই পায়ে ঘামের সমস্যা কমবে। জেনে নিন সেসব উপায়।
লবণ পানি: মোজা পায়ে দিলেই পা ঘেমে যাওয়ার সমস্যা নিয়ে নাজেহাল যারা, তাদের জন্য এই উপায় সেরা বিকল্প। বাড়ি থেকে বের হওয়ার আগে ঈষদুষ্ণ লবণ  পানিতে পা ডুবিয়ে রাখুন মিনিট ১৫। ছত্রাক রোধ করতে সক্ষম লবণ। ফলে পা ঘামার সমস্যাকে কমিয়ে দেয় অনেকটাই। একটু সময়সাপেক্ষ হলেও পা ঘামার সমস্যা দূর করতে লবণ পানির জুড়ি নেই।
বেকিং সোডা: এর অ্যাসিটিক উপাদান পায়ে ব্যাকটিরিয়া জন্মাতে দেয় না। ঘামকেও ঠেকিয়ে রাখে। তাই মোজা পরার আগে ভালো করে পা ধুয়ে শুকনো করে মুছে নিন। এবার  সামান্য বেকিং সোডা নিয়ে ঘষে নিন পায়ের পাতায়। জুতার ভিতরেও খানিকটা বেকিং সোডা ছড়িয়ে নিতে পারেন।
তবে এর সঙ্গে মেনে চলুন কিছু অভ্যাস। প্রতিদিন ব্যবহার করুন পরিষ্কার মোজা। একই মোজা পরপর দু’দিন ব্যবহারের বদভ্যাস তাড়ান। এতেও দুর্গন্ধ দূর না হলে জুতা বদলান। অনেক সময় কমদামি জুতার চামড়া থেকেও দুর্গন্ধ ছড়ায় পায়ে।

শীতকালীন বিষণ্নতা দূর করার সাত উপায়




এই শীতে আপনি যদি অলস বা বিষণ্ণ বোধ করেন, মনে রাখবেন এটি আসলে ঋতু পরিবর্তনের কারণে যা সিজোনাল অ্যাফেক্টিভ ডিসওর্ডার (এসএডি) নামে পরিচিত এটি এমন একটি ডিপ্রেশন ফর্ম যা বছরের একটি নির্দিষ্ট সময় অনুভূত হয় ২০ শতাংশ পর্যন্ত মানুষের মধ্যে এসএডি উপসর্গ দেখা দিতে পারে
সাধারণত, এসএডি-তে আক্রান্তরাই শীতকালীন বিষণ্নতায় ভোগে। ঠাণ্ডা তাপমাত্রা আর দিন ছোট হওয়ায় এই সময় বেশিরভাগ মানুষকে পেশাগত কারণে বাইরে থাকতে হয়। ফলে ঠাণ্ডা আবহাওয়া মানুষের শরীর মনে ব্যাপক প্রভাব ফেলে। তবে, এসএডি-এর মোকাবিলার বিভিন্ন উপায় রয়েছে যাতে এই শীতেও আপনি ধারণ করতে পারেন ফুরফুরে মেজাজ
নিচে এর কয়েকটি উপায় দেওয়া হলো :
১। ঘুম থেকে উঠে পড়ুন ভোরে
শীতকালে সূর্য মামা উঠে পড়ে খানিকটা আগেই। এসএডি-এর মোকাবিলার একটি উপায় হলো সূর্যের আলোয় আরো বেশি সময় কাটানো। আপনিও উঠে পড়ুন সূর্য ওঠার সাথে সাথে। এই সময় এটি করা বেশ কঠিন, কিন্তু মনে রাখবেন সূর্যের আলো শীতে আপনার শরীরের জন্য খুব গুরুত্বপূর্ণ। এতে আপনার মেজাজ বেশ ভালো থাকবে। আর যদি আপনি সপ্তাহান্তে ছুটির দিনের আগের দিন মধ্যরাতের পর ঘুমাতে যান এবং ঘুম থেকে ওঠেন দুপুরে তবে ঘড়িতে অ্যালার্ম দিয়ে রাখুন যাতে অন্তত সকাল ১০টার ভেতর উঠতে পারেন। অন্যথায় শীতজনিত সমস্যাটি আপনার থেকেই যাবে
২। জানালা খুলে পর্দা তুলে দিন
দিনের বেলা যাতে সূর্যালোক আপনার ঘরে প্রবেশ করতে পারে তা নিশ্চিত করুন। ভোরে ঘুম থেকে ওঠার পাশাপাশি ঘরের জানালা খুলে পর্দাগুলো ওপরে তুলে দেন। সম্ভব হলে জানালার পাশে বসে থাকুন কিছুক্ষণ। তবে জানালার কাচ ভেদ করে আসা সূর্যালোক যেন আপনার শরীরে না লাগে। সরাসরি আসা সূর্যের আলোতে বসুন। এতে শীতজনিত বিষণ্নতা অনেকখানি কেটে যাবে
৩। সকালে হাঁটতে বের হন
ভোরে ঘুম থেকে উঠে হাঁটতে বের হন। নিজেকে মেলে ধরুন সূর্যালোকে। সময় আপনার শরীর কিছু সজিব বাতাসের স্পর্শও পাবে। তাছাড়া ব্যায়াম তো পুরো শরীরের জন্যই ভালো। এটি শরীরকে চনমনে করে তুলবে। যদি আপনি ঘুম থেকে উঠতে হাঁটতে না পারেন তবে যখনই ওঠেন না কেন সোজা চলে যান জিমে। 
৪। প্রচুর পরিমাণ ফল সবজি খান 
যদি আপনি ভালো খাবার খান তবে আরো ভালো বোধ করবেন। খাবার তালিকায় যোগ করুন প্রচুর পরিমাণ ফল সবজি। শীতে কখনো কখনো কেবল অনুপোযোগী খাবার গ্রহণের কারণেই স্ফীত আর অলস বোধ হয় যা আপনার মেজাজকে খারাপ করে দেয়। কিন্তু যদি আপনি ফল সবজি খেয়ে বাইরে বের হন, দেখবেন কেমন ফুরফুরে বোধ হচ্ছে। কেননা, ফল সবজিতে যে  ভিটামিন অন্যান্য পুষ্টি রয়েছে তা শীতে আপনার শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ
৫। বেশি মদ্যপান এড়িয়ে চলুন
অ্যালকোহল বিষণ্নতা সৃষ্টিকারী এমন একটি উপাদান যা আপনাকে অস্বস্তিতে ভরিয়ে দেবে। প্রচণ্ড শীতে হালকা রেড ওয়াইনে আপনি ভালো বোধ করবেন। কিন্তু অনিয়ন্ত্রিত মদ্যপান কোনোভাবেই স্বস্তিদায়ক হবে না। অত্যধিক অ্যালকোহল খুব অল্প সময়ের মধ্যে আপনাকে অসাড় করে দেবে। তাছাড়া দীর্ঘমেয়াদে এটি আপনার শরীর বা মনকে ক্ষতিই করবে
৬। কিনতে পারেন হালকা থেরাপি বাতি
আপনি যদি এমন কোনো এলাকায় থাকেন যেখানে শীতকালে সূর্যালোক প্রবেশ করে খুব কম, সেক্ষেত্রে একটি হালকা থেরাপি বাতি কিনতে পারেন। এই ল্যাম্প এমন আলো বিকীর্ণ করে যা সূর্যের আলোর মতোই। এটি আপনার শরীরে সূর্যালোকের বিভ্রম এনে দেবে
৭। দেখা করুন বন্ধুদের সঙ্গে 
বন্ধুদের সঙ্গে সাক্ষাৎ বা আড্ডা মনকে ভালো করার একটি দুর্দান্ত উপায় বন্ধুর ডিনারে যাওয়ার বা পুরনো বন্ধুদের সঙ্গে সময় কাটানোর সময় আপনার নেই, কিন্তু মনে রাখবেন এই  সম্পর্ক রক্ষা করা আপনার ব্যক্তি জীবনের সুখের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রয়োজনে এই মানুষগুলোই আপনার যত্ন নেবে, আপনার পাশে দাঁড়াবে

Copy from:- http://www.kalerkantho.com/online/lifestyle/2018/12/17/715673